Advertisement
Advertisement
Archana Puran Singh

দুবাই বেড়াতে গিয়ে আর্থিক জালিয়াতির শিকার অর্চনা পূরণ সিং, কী জানালেন অভিনেত্রী?

টিকিট বুকিংই হয়নি অথচ টিকিটের জন্য ধার্য টাকা কেটে নেওয়া হয়েছে।

Archana Puran Singh and family fall victim to online scam during Dubai trip
Published by: Arani Bhattacharya
  • Posted:July 16, 2025 1:17 pm
  • Updated:July 16, 2025 1:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। কিন্তু আনন্দ যেন কিছু সময়ের মধ্যেই বিষাদে পরিণত হল। বিদেশের মাটিতে রীতিমতো আর্থিক জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং। পরবারের সঙ্গে দুবাই বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। বেড়াতে যাওয়ার আগে বুক করেছিলেন স্কাইডাইভিংয়ের টিকিট। কিন্তু যখন কাউন্টারে পৌঁছান তখন জানতে পারেন যে তাঁদের টিকিট বুকিংই হয়নি অথচ টিকিটের জন্য ধার্য টাকা কেটে নেওয়া হয়েছে। যা শুনে রীতিমত মাথায় আকাশ ভেঙে পড়ে অভিনেত্রী ও তাঁর পরিবারের। বুঝতে দেরি হয় না যে, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন।

Advertisement

সম্প্রতি নিজের ভ্লগে এসে অর্চনা একথা তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন,”আমরা তিনটি স্লট বুক করেছিলাম। স্কাইডাইভিংয়ের জন্য পৌঁছে আমরা কাউন্টারে গিয়ে জানতে পারি যে আমাদের নামে কোনও টিকিট নাকি বুক করাই নেই। অথচ টিকিট বাবদ আমাদের থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। আমরা ভাবতেই পারছি না যে দুবাইতে এরকম আর্থিক জালিয়াতি হতে পারে। এই ঘটনা আমাদের ভাবনার অতীত। আমাদের হাজার হাজার টাকা খোয়া গিয়েছে। আমরা এখন বুঝতে পারছি আমাদের সঙ্গে বড়সড় জালিয়াতি হয়েছে।”

অভিনেত্রীর পরিবারের তরফে বলা হয়, “টিকিট বুকিং করার সময় আমাদের কিছুটা সন্দেহ হয়েছিল। কারন বুকিং করার সময় ওয়েবসাইটে স্কাইডাইভিং করার সময় প্রথম দেখানো হয়েছিল ৪ মিনিট। পরে তা হঠাৎ করে কমিয়ে দেখানো হয় ২ মিনিট। তাতে কিছুটা সম্নদেহ হলেও খুব একটা গুরুত্ব তখন আমরা দিইনি। তাঁর কারণ আমরা ভেবেছিলাম যে মূল ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এমন কিছু ঘটা সম্ভব না। কিন্তু এখন মনে হচ্ছে আমরাই ভুল ছিলাম। সংস্থার মূল ওয়েবসাইটেই এমন জালিয়াতির ঘটনা ঘটতে পারে। তাই আপনারাও এই বিষয়ে সতর্ক হন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ