Advertisement
Advertisement
Anurag Kashyap

নেটফ্লিক্সের কর্ণধার ‘বোকা’, রেগে আগুন অনুরাগ কাশ্যপ

সারান্ডোজের মন্তব্যের পরেই রীতিমতো ক্ষুব্ধ পরিচালক অনুরাগ কাশ্যপ।

Anurag Kashyap calls Netflix CEO Ted Sarandos dumb for take on Sacred Games

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 8, 2025 9:18 pm
  • Updated:June 8, 2025 9:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সে ভারতীয় কনটেন্ট নিয়ে বেফাঁস মন্তব্য করায় সংস্থার কর্ণধার টেড সারান্ডোজকে একহাত নিলেন ‘সেক্রেড গেমস’-এর পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রথম অরিজিনাল সিরিজ ‘সেক্রেড গেমস’ নিয়ে মন্তব্য করেন সারান্ডোজ। ওই শোয়ে তিনি বলেন, “নেটফ্লিক্স ইন্ডিয়া’র ‘সেক্রেড গেমস’ দিয়ে জার্নি শুরু করা ঠিক হয়নি। বরং তার বদলে আরও অন্য কিছু কনটেন্ট দিয়ে জার্নি শুরু করার কথা ভাবা যেত। সেটা করলেই ভালো হত।”

Advertisement

ব্যস সারান্ডোজের এই মন্তব্যের পরেই রীতিমতো ক্ষুব্ধ এই সিরিজের পরিচালক অনুরাগ কাশ্যপ। নিজের সোশাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন পরিচালক। সেখানে তিনি লেখেন, “হ্যাঁ, শাশুড়ি-বউমার কূটকচালি দিয়েই কাজ শুরু করা উচিত ছিল। ঠিক যেমন এখনটা হচ্ছে। আমার জানা ছিল না কিন্তু এখন মনে হচ্ছে যে বোকার যদি কোনও সঠিক সংজ্ঞার প্রয়োজন হয় তাহলে তা হল টেড সারান্ডোজ। এটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছি।” অনুরাগ কাশ্যপ এই পোস্টটি করার পরেই তা সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হয়। তাঁর সুরে সুর মেলান অনুরাগীরাও।

 

সারান্ডোজ আরও বলেন, ” ভারতে সবাই সিনেমা খুব ভালোবাসেন। আর তাই আমরা এই সিরিজ নিয়ে খুবই আশাবাদী ছিলাম। এই সিরিজটি ছিল সিনেমার মতোই । তাতে অভিনয় করেছিলেন বাঘা বাঘা অভিনেতারা। কিন্তু এসব কিছুর পরে আমরা জানতে পারি যে এই বিনোদনের মাধ্যমটি ভারতীয়দের কাছে একেবারে নতুন। যদি সম্ভব হত তাহলে এই সিরিজ আরও পরে বানাতাম। বদলে জনপ্রিয় কিছু দিয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার জার্নি শুরু করতাম। তবে একথাও জানতাম যে এদেশে নেটফ্লিক্স লম্বা রেসের ঘোড়া হবে। আর এখন এদেশে নেটফ্লিক্সের জনপ্রিয়তা এতটাই যে তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই।”

উল্লেখ্য, ‘সেক্রেড গেমস’ই ছিল নেটফ্লিক্স ইণ্ডিয়ার প্রথম সিরিজ। যেখানে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, সইফ আলি খান প্রমুখ। ২০১৮ সালে যা মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল। সারান্ডোজের এই অপমানের জবাব দিয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ আরও বলেন, “এটিই ছিল সেই কনটেন্ট যা নেটফ্লিক্স ইন্ডিয়াকে এক আলাদা পর্যায়ে পৌঁছে দিয়েছিল। কনটেন্টই রাজা। যারা তা বোঝে তাঁরা জানেন এই কাজ সম্পর্কে আর তা না বুঝলে সাংসারিক কূটকচালি দিয়েই মনোরঞ্জন করুন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ