সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামান্না ভাটিয়ার ত্বক, শরীরী সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন অন্নু কাপুর। ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম নম্বরে অভিনেত্রীর ‘আজ কি রাত’ পারফরম্যান্স দর্শক-শ্রোতামহলে সাড়া ফেলে দিয়েছিল। শুধু গানের ছন্দ নয়, বরং এই গানের তালে তামান্নার শরীরী হিল্লোলে যে আট থেকে আশির অনুরাগীরা বুঁদ হয়েছিলেন, তার প্রমাণ সোশাল পাড়া জুড়ে দক্ষিণীকন্যাকে নিয়ে অন্তহীন চর্চা। এবার সেই গানে তামান্নার সাড়া ফেলে দেওয়া সৌন্দর্য, ‘যৌন আবেদনে’র প্রশংসা করতে গিয়ে ‘বেলাগাম’ প্রবীণ অভিনেতা।
সম্প্রতি এক পডকাস্টে তামান্নার ভিডিও দেখে অন্নু কাপুর বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের শরীর।” উল্লেখ্য, টানটান, ঝকঝকে ত্বকের জন্য ‘মিল্কি বিউটি’র খেতাব পেয়েছেন তামান্না। তবে এই তকমাকে তিনি যে মোটেই ভালো মনে নেন না, সেকথা এক সাক্ষাৎকারে নিজে জানিয়েছিলেন অভিনেত্রী। এবার অন্নু কাপুরের তোলপাড় করা অশালীন মন্তব্যে বিতর্ক দানা বাঁধল! মাসখানেক আগে তামান্না এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আজ কি রাত’ গানটি শুনে বাচ্চারা খায়, ঘুমোতে যায়। এটাই তার কাছে পরম পাওনা। সেপ্রসঙ্গ টেনেই তামান্নাকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগ উঠল এবার অন্নু কাপুরের বিরুদ্ধে।
প্রবীণ অভিনেতা বলেন, “কত বছর বয়সের বাচ্চারা ঘুমোয় ওই গান শুনে? সেটা ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি থাকলে তামান্নাকে জিজ্ঞেস করতাম- কত বছর বয়সের বাচ্চারা ঘুমোয় ওই গান শুনে? ওই ইংরেজিতে বলে না- ‘৭০ বছরের বাচ্চা’। ব্যাপারটা এরকম নয় তো?” এখানেই থামেননি অন্নু কাপুর। তাঁর সংযোজন, “বোন তো গানের থেকে বেশি নিজের দুধের শরীর দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ান। সে ভালো কথা। আমাদের বাচ্চাদের যদি ভালো ঘুম উপহার দিতে পারেন উনি তাহলে দেশের উপর বড় কৃপা করেছেন। ওঁর অন্য কোনও ইচ্ছে থাকলে সেটাও যেন ঈশ্বর পূরণ করেন।” এহেন ‘বেলাগাম’ মন্তব্য করেই খাল কেটে বিতর্ক, সমালোচনা ডেকে এনেছেন অন্নু কাপুর। যার জেরে নেটদুনিয়ার রোষানলে পড়তে হচ্ছে প্রবীণ অভিনেতাকে। কারও প্রশ্ন, ‘আপনার বাড়িতে মা-বোনদের সৌন্দর্যের বর্ণনাও এভাবে দেন?’ কারও মন্তব্য,’কী ধরণের শব্দচয়ন, ছিঃ!’
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.