Advertisement
Advertisement
Ankush Hazra

Dance Bangla Dance: শোয়ের সঞ্চালনা থেকে বাদ পড়েছেন অঙ্কুশ? জবাব দিলেন অভিনেতা

ভাইরাল জ্বরে কাবু ছিলেন টলিউড তারকা।

Ankush Hazra speaks about his absence in Dance Bangla Dance | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 23, 2021 2:11 pm
  • Updated:August 23, 2021 2:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) থেকে বাদ পড়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁর সহ-সঞ্চালক বিক্রম চট্টোপাধ্যায়কেও (Bikram Chatterjee) নাকি দেখা যাবে না। এঁদের বদলে শোয়ের সঞ্চালনা করবেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এমনই খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গুজব নস্যাৎ করলেন অঙ্কুশ।

Advertisement

Ankush Bikram In Dance Bangla Dance

সংবাদ প্রতিদিনকে ফোনে অভিনেতা জানান, ভাইরাল জ্বরে কাবু ছিলেন তিনি। শরীরের তাপমাত্রা প্রায় ১০৩, ১০৪ ছিল। সেই কারণে ‘ডান্স বাংলা ডান্স’-এর তিনটে এপিসোড করতে পারেননি। তাঁর বদলে আবির চট্টোপাধ্যায় সঞ্চালনা করেছেন। তবে এতে অনুরাগীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এখন সুস্থ রয়েছেন অভিনেতা। আর বিক্রমের সঙ্গে ঠিক যেমনভাবে ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের সঞ্চালনা করেন, তেমনটাই করবেন।

Ankush and Abir

[আরও পড়ুন: Indian Idol 12: আরও কাছাকাছি পবনদীপ-অরুণিতা, একই আবাসনে কিনলেন ফ্ল্যাট!]

একদিকে অঙ্কুশ, অন্যদিকে বিক্রম। এভাবেই ‘ডান্স বাংলা ডান্স’ দেখতে অভ্যস্ত ছোটপর্দার দর্শকরা। দুই তারকার হাসি, মজা, খুনসুটি বেশ পছন্দ তাঁদের। আর তা শোয়ের অন্যতম USP। সেই ধারা আগামী দিনেও বজায় থাকবে বলেই জানালেন অঙ্কুশ।  কিছুদিন আগেই নতুন BMW  কিনেছেন অঙ্কুশ।  সুযোগ পেয়েই তাতে লং ড্রাইভে বেরিয়ে পড়েছিলেন। সেই ভিডিও-ও আপলোড করেছেন নিজের সোশ্য়াল মিডিয়া প্রোফাইলে।  আগামীতে অভিনেতার হাতে একগুচ্ছ ছবি রয়েছে।  সেই ব্যস্ততার মাঝেও ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। 

Ankush In Dance Bangla Dance

এই উইকএন্ডে শোয়ের বিশেষ অতিথি ছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। বিচারক জিৎ ও শুভশ্রীর সঙ্গে ‘হান্ড্রেড পার্সেন্ট লভ’ গানে নাচতে দেখা যায় তাঁকে। প্রতিযোগীদের সঙ্গেও দেখা করেন কোয়েল। আবার বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দার সঙ্গেও ‘ছম্মা ছম্মা’ গানে ছন্দ মেলান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: Bigg Boss OTT: ‘কাছে এসো!’, শমিতা শেট্টিকে বিছানায় ডাক দিলেন এই নায়ক, তারপর…]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ