Advertisement
Advertisement
Nirmal Kapoor Last Rites

মাতৃহারা অনিল কাপুর, ঠাকুমার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন সোনম, অর্জুনরা!

কাপুর পরিবারে বড় দুঃসংবাদ।

Anil Kapoor, Boney, Sonam, Arjun Arrive For Nirmal's Last Rites
Published by: Sandipta Bhanja
  • Posted:May 3, 2025 11:10 am
  • Updated:May 3, 2025 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অনিল কাপুর, বনি কাপুরের মা নির্মল কাপুর (Nirmal Kapoor Death)। শুক্রবার রাতে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। দুঃসংবাদ আছড়ে পড়ার পরই কঠিন সময়ে কাপুর পরিবারের পাশে থাকতে ছুটে যান রানি মুখোপাধ্যায়, করণ জোহর, ফারহা খান, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষী-সহ বলিউডের একাধিক তারকারা।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নির্মলের বয়স হয়েছিল ৯০। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টায় পবনহংস শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। ইতিমধ্যেই মায়ের মরদেহ নিয়ে শ্মশানে পৌঁছে গিয়েছেন তিন ভাই বনি কাপুর, অনিল কাপুর, সঞ্জয় কাপুররা। শুক্রবার গভীর রাতে ঠাকুমাকে শেষবার দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন সোনম কাপুর। থমথমে চোখমুখ। চোখের কোণে জল। হাসপাতাল থেকে দুই কাকা অনিল-সঞ্জয়ের সঙ্গে ঠাকুমার মরদেহ বাড়িতে নিয়ে আসার সময়ে ভেঙে পড়েন অর্জুন কাপুরও। এককোণে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের জল ফেলতে দেখা যায় নির্মলের নাতনি শানায়া কাপুরের প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডেকে।

রাজ কাপুরের তুতো ভাই সুরিন্দর কাপুরের স্ত্রী ছিলেন নির্মল কাপুর। তাঁদের তিন ছেলে বনি, অনিল, সঞ্জয় প্রত্যেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। নাতি অর্জুন কাপুর, নাতনি সোনম কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর , রিহা কাপুর, জাহান কাপুররাও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। বলিউডের আদ্যোপান্ত ফিল্মি পরিবারের অন্যতম বয়োজ্যেষ্ঠ অভিভাবিকার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement