Advertisement
Advertisement
Kailash Kher

কৈলাস খেরের দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন শাহ-রাজনাথ, ভারতীয় সেনাকে শ্রদ্ধাঞ্জলি দুই কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতীয় সেনার জয়গান গাইলেন অমিত শাহ, রাজনাথ সিং।

Amit Shah, Rajnath Singh lend their voices to Kailash Kher’s Bharatiya Sena song
Published by: Sandipta Bhanja
  • Posted:September 1, 2025 3:23 pm
  • Updated:September 1, 2025 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় নেতা-মন্ত্রীদের আবির্ভাব নতুন নয়! সিনেজগতের তারকাদের যেমন রাজনীতির ময়দানে ভাগ্য নির্ধারণ করতে দেখা গিয়েছে, তেমন তার উলট-পুরাণও ঘটেছে। এবার কৈলাস খেরের ত্বত্ত্বাবধানে ভারতীয় সেনাবাহিনীর জয়গান গাইলেন অমিত শাহ, রাজনাথ সিং।

Advertisement

গানেই গানেই দেশমাতৃকার বীরবিক্রমদের শ্রদ্ধাঞ্জলি। ভারতীয় সেনাবাহিনিকে কুর্নিশ জানিয়ে সম্প্রতি একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন কৈলাস খের। আর পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গায়কের সেই বিশেষ মিউজিক ভিডিওতেই কণ্ঠ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ‘ভারতীয় সেনা’ শীর্ষক গানটি শনিবারই মুক্তি পেয়েছে। আর বিগত ৪৮ ঘণ্টার মধ্যেই নেটভুবনে সাড়া ফেলে দিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই মিউজিক ভিডিও। এখনও পর্যন্ত ৫ লক্ষেরও বেশি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে এই গান।

ভারতীয় সেনাজওয়ানের আত্মবলিদান, সাহস এবং বীরত্বের উপর আলোকপাত করেই সাজানো হয়েছে মিউজিক ভিডিওর একেকটি দৃশ্য। গানের শুরুতেই শোনা যায় রাজনাথ সিংয়ের কণ্ঠে একটি কবিতা। অন্যদিকে অমিত শাহের কণ্ঠে ফুটে ওঠে সীমান্ত রক্ষাকর্তাদের বীরত্বের গাথা। এপ্রসঙ্গে কৈলাস খের জানান, এবার আমার গানে ভারতীয় সেনাবাহিনীর শক্তি এবং আত্মবিশ্বাসকে তুলে ধরতে চেয়েছি, যা আজ গোটা বিশ্ব প্রত্যক্ষ করছে। জানা গেল, এই গান-সহ মিউজিক ভিডিও তৈরি করতে সময় লেগেছে মোট তিন মাস। তবে কৈলাস কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এই গানটি তৈরি করেননি। গায়ক বলছেন, কেন্দ্রীয় সরকারের তরফেই এহেন গান তৈরি করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। আর সেই গানেই কর্তব্যরত ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে অমিত শাহ এবং রাজনাথ সিংকে দেখা গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ