সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ বছর পর গুজরাটের ভুজ এলাকায় ঠিক যে অঞ্চলে আমির খানের ‘লগান’ ছবির শুটিং হয়েছিল ঠিক সেই অঞ্চলে হঠাৎই ফিরে গেলেন আমির খান। কিন্তু কেন? আসলে মিস্টার পারফেকশনিস্ট এবার সেখানে গিয়েছিলেন বিশেষ এক কারণে। আসলে তাঁর সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’-ছবির এক স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় গুজরাটের ভুজ এলাকার কুনারিয়া গ্রামে। আমিরের ‘সিতারে জমিন পর’ ছবির এই স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য এই অঞ্চলকে বেছে নেওয়ার নেপথ্যে একটাই উদ্দেশ্য ছিল। তা হল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও এই সিনেমা পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে এই ছবি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ব্যবসার নিরিখেও এগিয়ে রয়েছে ‘সিতারে জমিন পর’। এই মুহূর্তে আমিরের দেওয়া কথামতো ইউটিউবে পে-পার ভিউ মডেলের অধীনে এই ছবি দেখা যাচ্ছে।
দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে বিনোদুনিয়ার বিভিন্ন রসদ থেকে যাঁরা বঞ্চিত তাঁদের কাছে এই সিনেমা পৌঁছে দিতে গিয়ে স্মৃতিতে বুঁদ হয়েছেন আমির। এএনআই-এর এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে আমির খান বলেছেন, “আজ ‘লগানে’র স্মৃতি আমার কাছে সজীব হয়ে উঠেছে।” একইসঙ্গে আমির এও বলেন, “এই প্রত্যন্ত অঞ্চলগুলিতেও সিনেমা পৌঁছানো ভীষণভাবে প্রয়োজন। আমি চেয়েছিলাম আমার ‘সিতারে জমিন পর’ ছবিটি যাতে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। প্রত্যেকে যেন এই ছবি দেখতে পায়। কুনারিয়া গ্রামে এই প্রথম কোনও ছবির স্ক্রিনিং হচ্ছে। এটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই জায়গার সঙ্গে। আমি আবারও এই গ্রামের আনাচকানাচ ঘুরে দেখেছি।”
একইসঙ্গে আমির কোটাই গ্রামের স্থানীয়দের সঙ্গেও আলাপচারিতায় মেতে ওঠেন। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন হয়েছিল খোলা মাঠে আকাশের নিচে। যেখানে ছবি দেখার জন্য এসেছিলেন গ্রামের বহু মানুষ। ছিলেন আট থেকে আশি সকলেই। তাদের সঙ্গেই আমির নিজেও মাটিতে বসে ছবিটি দেখেন। ২১ জুন মুক্তি পেয়েছিল আমিরের ‘সিতারে জমিন পর’। বাণিজ্যিকভাবে এগিয়ে থাকার পাশাপাশি এই ছবি দর্শকমহলেও যথেষ্ট প্রশংসা পেয়েছে। আর এস প্রসন্নর এই ছবিতে আমির খানকে বাস্কেটবল কোচ হিসাবে দেখা গিয়েছে। যিনি বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে একটি টিম গড়ে প্রতিযোগিতার ময়দানে নামেন। এই ছবিতে আমিরের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া ডি’সুজাও। এছাড়া ১০জন বিশেষ ক্ষমতাসম্পন্ন অভিনেতাদেরও দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.