Advertisement
Advertisement
Jolly LLB 3

বিচারপতিকে ‘মামা’ সম্বোধন, ট্রেলার রিলিজ করতেই অক্ষয়ের ‘জলিএলএলবি থ্রি’র বিরুদ্ধে ফের মামলা

মধ্যপ্রদেশ উচ্চ আদালতে এই সিনেমার বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা।

Amid trailer launch New Plea Filed Against Akshay Kumar's Jolly LLB 3
Published by: Sandipta Bhanja
  • Posted:September 10, 2025 8:27 pm
  • Updated:September 10, 2025 8:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মলগ্ন থেকেই ‘জলি এলএলবি থ্রি’র সঙ্গী হয়েছে আইনি বিতর্ক। গোড়া থেকেই দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর অভিযোগ অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি অভিনীত সিনেমার বিরুদ্ধে। ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে দায়ের হয় মামলা। এলাহাবাদ হাই কোর্ট যদিও অক্ষয় কুমারের ছবি মুক্তিতে সবুজ সংকেত দিয়েছে, তবে ট্রেলার মুক্তির ফের আইনি বিপাকে ‘জলি এলএলবি থ্রি’। এবার মধ্যপ্রদেশ উচ্চ আদালতে এই সিনেমার বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা।

Advertisement

আপত্তি উঠেছে ছবির ‘ভাই অকিল হ্যায়’ গানটির কথা নিয়ে। যেখানে কখনও বিচারপতিকে ‘মামা’ বলে সম্বোধন করা হয়েছে তো আবার কখনও বা ‘উকিলের প্যাকেজ চুক্তি’ মূলক কথা রয়েছে। আর সেই অভিযোগেই জব্বলপুরের জনৈক আইনজীবী এবার ‘জলি এলএলবি থ্রি’র মুক্তি আটকাতে মামলা দায়ের করেছেন। এই মামলার শুনানি ১২ সেপ্টেম্বর।

গতবছর এই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আজমেঢ় আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। সম্প্রতি আবার ‘জলিএলএলবি ৩’-এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেন পুণের আইনজীবী ওয়াজেদ রহিম খান। তাঁর অভিযোগ, এই সিনেমায় দেশের বিচারব্যবস্থাকে অপমান করা হয়েছে। আর সেই মামলার ভিত্তিতেই বলিউডের দুই অভিনেতা অক্ষয়-আরশাদের কাছে আদালতের তরফে সমন গিয়েছিল। সেই মামলার শুনানি আবার অক্টোবর মাসে। এবার মধ্যপ্রদেশে মামলা দায়ের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এদিকে নস্ট্যালজিয়া উসকে বুধবার প্রকাশ্যে এল ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ট্রেলার। টিজার দেখে যেমন পেটে খিল ধরার জোগাড় হয়েছিল, এবার ট্রেলারে কিন্তু ‘গুরুগম্ভীর মামলা’র ঝলক দেখালেন অক্ষয়-আরশাদ! এবার অক্ষয়ের সম্মুখ সমরে আরশাদ ওয়ারসি। ফিল্মি কায়দায় বললে, এবারের প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’। আর তাঁদের এই আইনিযুদ্ধের সাক্ষী সৌরভ শুক্লা। বিচারক ত্রিপাঠীর চরিত্রে তিনি। আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার। অন্যদিকে জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসি। ট্রেলারে দুই জলির ব্যক্তিগতজীবনের টানাপোড়েন থেকে আদালতে ঝগড়া, এমনকী খদ্দের ধরা নিয়েও তাঁদের লড়াইয়ের ঝলক মিলেছে। যা থামাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় ত্রিপাঠীজি সৌরভকে। আর অক্ষয়-আরশাদের ঝগড়ার মাঝেই কোর্টরুমে ঢুকে পড়ে ছাগল। সবমিলিয়ে ‘জলি এলএলবি ৩’ যে দারুণ একটা কমেডি কোর্টরুম ড্রামা উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ