Advertisement
Advertisement
Amaal Malik

‘যৌন হেনস্তা না হলে বলবে কেন?’, কাকা অনু মালিকের বিরুদ্ধে সরব অমল

অনু মালিকের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্তার অভিযোগ সরব হন।

Amaal Mallik reacts to Anu Malik’s MeToo allegations
Published by: Sayani Sen
  • Posted:July 13, 2025 6:37 pm
  • Updated:July 13, 2025 6:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #MeToo ঝড়ে একসময় উত্তাল হয়ে ওঠে বি-টাউন। সেই তালিকায় নাম ছিল অনু মালিকের। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্তার অভিযোগ সরব হন। অবশেষে নীরবতা ভেঙে কাকার বিরুদ্ধে সুর চড়ালেন জনপ্রিয় গায়ক অমল মালিক।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন #MeToo ঝড় উঠেছিল তখন আমি অনু মালিককে নিয়ে কিছু বলিনি কিংবা সমর্থনও করিনি। আমার ভাবনাচিন্তার কথাও নয়। কারণ, উনি আমার পরিবারের কেউ নন। যখন ওঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন আমি খুব অস্বস্তিতে পড়ি। আমাদের কোনও সম্পর্ক নেই। আমার মনে হয় সত্যি কিছু হয়েছিল নইলে লোকে কেন বলবে? আগুন ছাড়া কি ধোঁয়া উঠতে পারে? কিছু না ঘটলে পাঁচজন ব্যক্তি একজনের বিরুদ্ধে সুর চড়াতে পারেন না।” তিনি আরও বলেন, “একসময় আমি সত্যি অনু মালিককে সম্মান করতাম। এই অভিযোগ শোনার পর থেকে আমার আর ওঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই। দেখাসাক্ষাৎও বন্ধ। আমি আরমানের বিয়েতে ওঁরা এসেছিলেন। আমন্ত্রণ করা সত্ত্বেও আমি কোনও অনুষ্ঠানে যাই না।”

ভাই অনু মালিকের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগে ভেঙে পড়েন অমল মালিকের বাবা। ছেলেও যেহেতু সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তাই বুক কেঁপে ওঠে তাঁর। অমল মালিকের দাবি, বাবা নাকি একদিন প্রশ্ন করেন কোনওদিন এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠবে না তো? আত্মবিশ্বাসী অমল বলেন, “সেরকম কোনও সম্ভাবনা নেই। আমি এমন মানুষ নই যে গানের বদলে যৌনতার প্রস্তাব দেব। প্রত্যেক মহিলা আমার সঙ্গে কাজ করলে নিজেকে নিরাপদ ভাবেন।” প্রসঙ্গত, জনপ্রিয় গায়ক সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের পরিবার নিয়ে পোস্ট করেন। বাবা-মায়ের জন্য ভাইয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও সেই পোস্ট নিয়ে নিন্দার ঝড় ওঠার পরই মুছে ফেলেন অমল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ