সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা, ঝুকেগা নেহি’ সংলাপ হোক কিংবা ‘পুষ্পা ‘ছবির গান। দক্ষিণী এই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। ‘পুষ্পা’ জ্বরে কাবু ছিল আট থেকে আশি। সেই ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল -এর শুটিং শুরু হয়ে গেল সোমবার থেকেই। ফ্লোরে পুজো দিয়েই এই ছবির শুটিং শুরু করে দিলেন কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে পরিচালক সুকুমার লিখলেন, ‘পুষ্পা রাজ ফিরে আসছে’। তবে এই খবরে রয়েছে আরও একটি চমক।
ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’র দ্বিতীয়ভাগের কিছুটা অংশের শুটিং হতে পারে বাঁকুড়ায়। শোনা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যের শুটিং করতেই নাকি বাংলায় আসবেন ‘পুষ্পা’ ছবির গোটা টিম। শুধু তাই নয়, জানা গিয়েছে, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগের গল্পে বাংলাও উঠে আসবে। তবে ঠিক কীভাবে বাংলাকে দেখানো হবে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি ছবির পরিচালক। তবে গুঞ্জনে রয়েছে, বিরোধী স্মাগলারদের সঙ্গে বন্দুক নিয়ে ধুন্ধুমার লড়াইতে মাতবেন পুষ্পারাজ, সেই দৃশ্যেরই প্রেক্ষাপট হবে বাঁকুড়ার খাতড়া। কবে থেকে শুটিং শুরু সেই নিয়ে এখনও নিশ্চিতভাবে প্রযোজনা সংস্থা কিছু জানায়নি, তবে খবর ২০২৩ সালের শুরুর দিকে শুটিং সারবেন আল্লু অর্জুন।
starts off on an auspicious note with the Pooja Ceremony ❤️
Filming begins soon ❤️🔥
BIGGER and GRANDER 🔥 🤙 🤙
Icon Star
— Pushpa (@PushpaMovie)
ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
জানা গিয়েছে, আল্লু অর্জুনের (Allu Arjun) লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.