সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে লক্ষ্মীবারে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ঝলক। পরিচালক নীতেশ তিওয়ারি এই সিনেমা ঘোষণা করার পর থেকেই দর্শক-অনুরাগীরা রণবীর কাপুরকে রঘুনন্দন বেশে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইন্ডাস্ট্রির অনেকে আবার নাম না করে পরোক্ষভাবে ‘রমণীমোহন’ কাপুরনন্দনের অতীত কেচ্ছার প্রসঙ্গ উত্থাপন করে কটাক্ষ-সমালোচনা করেছিলেন। খোদ রামানন্দ সাগরের টেলিপর্দার রাম অরুণ গোভিলও বলিউড তারকার রাম হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ‘মহাভারত’-এর ভীষ্ম মুকেশ খান্নাও কটুক্তি করতে ছাড়েননি! সেসব সমালোচনা নিয়ে নির্মাতা কিংবা অভিনেতার কেউই মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার পয়লা ঝলক মুক্তি পেতেই নিন্দুকদের মুখে কুলুপ! স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছেন রণবীর ভক্তরা। স্ত্রী আলিয়া ভাটের প্রতিক্রিয়ার দিকেও নজর ছিল সকলের। কারণ তিনি স্বামী রণবীর কাপুরের সবথেকে বড় ‘চিয়ার লিডার’। এবার ‘রামায়ণ’-এর ফার্স্ট লুক দেখে শেষমেশ মুখ খুললেন কাপুরদের বউমা।
স্বামী যখন রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলছিলেন, তখন রামমন্দির উদ্বোধনের দিন নিজের সাজপোশাকেই রামপ্রেম জাহির করেছিলেন আলিয়া ভাট। কাপুরবধূর সেই ‘রামায়ণ’ শাড়ি রীতিমতো ‘টক অফ দ্য টাউন’ হয়ে ওঠে! এবার ‘রামায়ণ’-এর ঝলক দেখেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। তবে কতিপয় শব্দে। ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুকে রঘুনন্দনের বনবাসের খানিক ঝলক দেখানো হয়। যেখানে গেরুয়া বসন পরনে তিরন্দাজি রণবীর কাপুরকে দেখা গিয়েছে। অভিনেতার মুখ না পুরোপুরি দেখা না গেলেও, যেটুকু দেখানো হয়েছে, তাতেই কৌতূহলের পারদ চড়েছে। উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। আলিয়া কী বলছেন? অভিনেত্রীর মন্তব্য, “কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে এমন একটা কর্মকান্ডের শুভসূচনা হল, যা আজীবন মনে রাখার মনে রাখার মতো। ২০২৬ সালের দিওয়ালির জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
প্রথমটায় শোনা গিয়েছিল, এই সিনেমায় নাকি রণবীরের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। তবে পরবর্তীতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীতেই সিলমোহর দেন নির্মাতারা। তবে রাম-সীতা অবতারে রণবীর-আলিয়াকে একফ্রেমে পাওয়া গেলে যে রিলিজের আগেই এই ম্যাগনাম অপাস সিনেমা রেকর্ড গড়ত, তা বলাই বাহুল্য। কিন্তু এই ঝলকে ছবির ভিএফএক্স-এর কাজ এবং সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেখে ইতিমধ্যেই দর্শক-অনুরাগীদের দাবি, রণবীর কাপুরের ‘রামায়ণ’ হাজার কোটির বেশি ব্যবসা দেবে। উল্লেখ্য, রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুকে রাবণ-এর ভূমিকায় নজর কেড়েছেন ‘কেজিএফ’ তারকা যশও। কালো কাপড়ে মোড়া সর্বাঙ্গ। মুখ থেকে কাপড় সরিয়ে চোখ তুলে তাকাতেই যেন শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য! রাবণ হিসেবে তাঁর থেকে উপযুক্ত কাস্টিং যে হয় না, পয়লা ঝলক দেখে সেকথাই বলছেন দর্শক-অনুরাগীরা। এবার ছাব্বিশের দিওয়ালির পালা। বড়পর্দায় রাম-রাবণ অবতারে রণবীর-যশকে সম্মুখ সমরে দেখার অপেক্ষায় সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.