সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনীয়তায় হস্তক্ষেপ কোনওদিনই পছন্দ করেন না আলিয়া ভাট। তেইশ সালে নিজের বাড়িতে বসেই ফটোশিকারিদের লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী। সেসময়ে কাপুরবধূর ‘রণমূর্তি’র সাক্ষী থেকেছে গোটা দেশ! পাপারাজ্জিদের পাঠ দিয়ে ‘ছবিশিকার-সংস্কৃতি’কে বিঁধতে ছাড়েননি আলিয়া। এবার ফের এমন ঘটনার পুনরাবৃত্তিতে রেগে কাঁই অভিনেত্রী।
সাধারণত ছবিশিকারিদের দেখলে ‘দূরছাই’ করার অভ্যেস নেই আলিয়ার। বলা ভালো, বলিপাড়ার আর পাঁচজন তাবড় তারকাদের মতো তাঁর মধ্যে ‘পাপারাজ্জি এলার্জি’ কোনওদিনই ফুটে ওঠেনি। কিন্তু এবার ফটোশিকারিদের কাণ্ডকীর্তি দেখে রেগে আগুন নায়িকা। কী এমন ঘটল, যার জন্যে ক্যামেরার সামনেই মেজাজ হারালেন কাপুরবধূ? বলিউড মাধ্যম সূত্রে খবর, পিকলবল খেলে ঘাম ঝরিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। আচমকাই ফটোশিকারিরা এসে প্রবেশদ্বারের সামনে বাঁধা হয়ে দাঁড়ান। এখানেই শেষ নয়, আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তাঁরা! আর ঠিক এই ঘটনাতেই মেজাজ হারান আলিয়া ভাট।
View this post on Instagram
ক্যামেরার সামনেই তাঁদের পাঠ দিতে ছাড়েননি অভিনেত্রী। কড়া ভাষায় আলিয়াকে বলতে শোনা যায়, “গেটের ভিতরে ঢুকবে না একদম। এটা তোমাদের আবাসন নয়। দয়া করে বাইরে যাও। বেরও এখান থেকে। তোমরা এখানে ঢুকতে পারো না।” তবে নাছোড়বান্দা ছবিশিকারিরাও। তারাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই থাকেন। খেপে গিয়ে আলিয়া পালটা বলেন, “আপনারা এখনও কথা শুনছেন না। বাহ ধন্যবাদ।” আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে ভাইরাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.