Advertisement
Advertisement
Ali Fazal-Mirzapur

নিয়ম করে কুস্তি! হঠাৎ কেন পালোয়ান হওয়ার চেষ্টা ‘গুড্ডু ভাই’ আলি ফজলের?

'মির্জাপুর'-এর নিজের চরিত্রের জন্যও প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা।

Ali Fazal takes up kushti and pehlwani to prep for Mirzapur The Film
Published by: Arani Bhattacharya
  • Posted:September 18, 2025 10:25 am
  • Updated:September 18, 2025 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই কুস্তিতে মনোনিবেশ করেছেন পর্দার ‘গুড্ডু ভাই’ আলি ফজলের। ভাবছেন কেন? আসলে, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মির্জাপুর’-এ নিজের চরিত্রের জন্যও প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। নিয়ম করে প্রতিদিন কুস্তির প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। অভিনেতার পরিবারেও ‘পহেলওয়ানি’র ঐতিহ্য রয়েছে। এবার নতুন চরিত্রে অভিনয়ের হাত ধরে সেই ধারা অব্যাহত রাখলেন আলি ফজল।

Advertisement

ইতিমধ্যেই নতুন চরিত্রের এই প্রস্তুতি নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছেন, “আমার পরিবারে ‘পহেলওয়ানি’র ঐতিহ্য রয়েছে। সেই ইতিহাস স্মরন করিয়ে দিচ্ছে এই ছবির প্রস্তুতি। তাই সেই শিকড়ে ফিরে গিয়ে প্রোটিন শেক বা এই জাতীয় খাবার না খেয়ে সঠিকভাবে শরীর গঠনে মন দিয়েছি।” উল্লেখ্য, জানা যাচ্ছে যে জুলাইয়ের শেষের দিকে এই চরিত্রের জন্যও প্রস্তুতি নিতে শুরু করেন আলি। শরীরচর্চার পাশাপাশি নজর দিয়েছেন ডায়েটেও। কৃত্রিম নয় বরং প্রাকৃতিক প্রোটিন উপাদান সমৃদ্ধ খাবারেই ভরসা রাখছেন অভিনেতা। ঘি, দুধ, মরশুমি শাক-সবজি দিয়েই সারছেন খাওয়াদাওয়া। অভিনেতা জানিয়েছেন, ঠিক যেভাবে তাঁর পূর্বপুরুষেরা যেভাবে শরীরচর্চা ও খাওয়াদাওয়ার দিকে নজর দিতেন সেদিকেই মন দিয়েছেন আলি ফজল। 

এই নিয়ে অভিনেতা আরও বলেন, “শরীরচর্চা করা, কুস্তি করে সুগঠিত শরীর তৈরি করা শুধুমাত্র লোকদেখানো নয়। তা যেন আসলেই গুড্ডুর মতোই লড়াই করতে কাজে লাগে সেদিকেও নজর দেওয়া দরকার। এভাবেই আমি আমার মধ্যে গুড্ডুকে লালন করতে শুরু করেছি। আলাদা কিছু উপহার দিতে চাই দর্শককে।” 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement