সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি বিতর্কের রেশ কিছুতেই যেন পিছু ছাড়়ছে না অক্ষয় কুমারের! চব্বিশ সালের মে মাসে ‘জলিএলএলবি ৩’ ছবির শুটিং শুরুর গোড়া থেকেই মামলা-মোকদ্দমার মুখে পড়েছিলেন। এবার টিজার রিলিজের পরও আইনি জটিলতার পুনরাবৃত্তি। দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর অভিযোগ উঠল অক্ষয়-আরশাদের সিনেমার বিরুদ্ধে।
গতবার এই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আজমেঢ় আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। এবার ‘জলিএলএলবি ৩’-এর বিরুদ্ধে পিটিশন দাখিল করলেন পুণের আইনজীবী ওয়াজেদ রহিম খান। তাঁর অভিযোগ, এই সিনেমায় দেশের বিচারব্যবস্থাকে অপমান করা হয়েছে। আর সেই মামলার ভিত্তিতেই বলিউডের দুই অভিনেতার কাছে আদালতের তরফে সমন গিয়েছে। আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় পরিচালক সুভাষ কাপুর-সহ অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে হাজিরা দিতে হবে।
মামলাকারী আইনজীবীর অভিযোগ, দেশের আইন-আদালত এবং বিচারব্যবস্থাকে ব্যঙ্গ করে এই সিনেমা তৈরি হয়েছে। ওই পিটিশনে উল্লেখ, বিচারক এবং আইনজীবীদের চরিত্রকেও নেতিবাচকভাবে দেখানো হয়েছে ‘জলিএলএলবি ৩’ ছবিতে। সিনেমার এক দৃশ্যে বিচারকের চরিত্রে অভিনয় করা সৌরভ শুক্লাকে ‘মামা’ বলে সম্বোধন করাতেও আপত্তি তুলেছেন ওয়াজেদ। সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছেন, “দেশের আইনজীবীদের নূন্যতম শ্রদ্ধা করা হয়নি এই ছবিতে। আর সেই অভিযোগ করেই আমি পুণে আদালতে পিটিশন দাখিল করেছি। যার ভিত্তিতে কোর্টের তরফে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি এবং পরিচালককে সমন পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।”
নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে এল ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পয়লা ঝলক। আর সেই টিজার দেখেই পেটে খিল ধরার জোগাড়! এবার অক্ষয়ের সম্মুখ সমরে আরশাদ ওয়ারসি। ফিল্মি কায়দায় বললে, এবারের প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’। আর তাঁদের এই আইনিযুদ্ধের সাক্ষী সৌরভ শুক্লা। বিচারক ত্রিপাঠীর চরিত্রে তিনি। আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার। অন্যদিকে জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসি। টিজারেই দেখা গেল, আদালতে দুই জলির তুমুল ক্যাচালের ঝলক! যা থামাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় ত্রিপাঠীজি সৌরভকে। আর অক্ষয়-আরশাদের ঝগড়ার মাঝেই কোর্টরুমে ঢুকে পড়ল ছাগল। সবমিলিয়ে ‘জলি এলএলবি ৩’ যে দারুণ একটা কমেডি কোর্টরুম ড্রামা উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। তার প্রাক্কালেই আইনি বিপাকে টিম ‘জলি এলএলবি ৩’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.