Advertisement
Advertisement
Aishwarya Rai Abhishek Bachchan

বিচ্ছেদ গুঞ্জন অতীত! ঐশ্বর্যর ভাইয়ের বিয়েতে ‘কাজরা রে’ গানে নেচে বাজিমাত জামাই অভিষেক বচ্চনের

ছেলে-বউমার 'কাজরা রে' নাচ দেখে অমিতাভের খোঁজ করল নেটপাড়া।

Aishwarya Rai, Abhishek Bachchan And Aaradhya Recreate Iconic Kajra Re Steps At Wedding
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2025 8:36 pm
  • Updated:April 1, 2025 8:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, সময়ই সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। অভিষেক-ঐশ্বর্যর (Aishwarya Rai, Abhishek Bachchan) ক্ষেত্রেও সম্ভবত সেকথা প্রযোজ্য। জুনিয়র বচ্চন দম্পতির দাম্পত্য কলহ প্রায় বছরখানেক ধরেই চর্চার শিরোনামে। নিন্দুকদের চর্চার অন্ত নেই! গত মাসেই ডিভোর্সের জল্পনায় জল ঢেলে একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন তাঁরা। এমনকী মেয়ে আরাধ্য বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গিয়েছে। ঐশ্বর্যর ওড়না ঠিক করতে দেখা গিয়েছিল জুনিয়র বচ্চনকে। এবার চিড় ধরে যাওয়া সম্পর্ক জুড়ে আরও কাছাকাছি তাঁরা।

Advertisement

সম্প্রতি তুতো ভাইয়ের বিয়ের জন্য সপরিবারে পুণেতে উড়ে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। যথারীতি শ্বশুর বাড়ির বিয়ের অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বচ্চনও। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও। সেখান থেকেই ত্রয়ীর খোশ মেজাজে আড্ডা দেওয়ার একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়। এবার এক ভিডিওতে অভিষেক-ঐশ্বর্যকে দেখা গেল ‘বান্টি অউর বাবলি’ সিনেমার সুপারহিট গান ‘কাজরা রে’র তালে কোমর দোলাতে। মঞ্চে শ্যালক এবং তাঁর স্ত্রীয়ের সঙ্গে জমিয়ে নাচলেন অভিষেক। তাও আবার ঐশ্বর্যর দেখানো ডান্স স্টেপে। মা-বাবার সঙ্গে নাচে যোগ দিল আরাধ্যাও। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল।

বিগত দেড় বছরে খুব অনুষ্ঠানেই একসঙ্গে দেখা পাওয়া যেত অভিষেক-ঐশ্বর্যর। এমনকী আম্বানিদের বিয়েতেও অভিষেক মা-বাবার সঙ্গে গিয়েছিলেন এবং ঐশ্বর্য পৌঁছন মেয়ে আরাধ্যার হাত ধরে। সেখান থেকেই বিচ্ছেদের জল্পনা আরও দৃঢ় হয়। তবে দাম্পত্য কলহ মিটিয়ে মার্চের মাসের গোড়ার দিকেই তাঁরা হাসিমুখে একফ্রেমে ধরা দিয়েছিলেন আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়েতে। এবার ঐশ্বর্যর ভাইয়ের বিয়ের অনুষ্ঠান মাতিয়ে দিলেন অভিষেক। নাচের ভিডিও দেখে অনুরাগীরা বলছেন, ‘এই তো জামাই নম্বর ওয়ান’। কেউ কেউ আবার অমিতাভ বচ্চনের খোঁজও করলেন। কারণ ‘কাজরা রে’ আইটেম গানে বিশেষভাবে নজর কেড়েছিল বিগ বি’র উপস্থিতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ