সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ব্লকবাস্টার ‘সুড়ঙ্গ’। এবার এপার বাংলায় মুক্তির অপেক্ষা। আর পদ্মাপারের সেই ছবি নিয়েই মারাত্মক উদ্দীপনা কলকাতায়। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’র সাফল্য দেখেই সম্ভবত এখানে ‘সুড়ঙ্গ’ রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আর সেই প্রেক্ষিতেই এবার প্রকাশ্যে ‘সুড়ঙ্গ’র আরও ঝাঁজালো নতুন ট্রেলার। যা দেখে সরগরম নেটপাড়া। দর্শকরা মুক্তির অপেক্ষায় দিন গুনছেন বললেও অত্যুক্তি হয় না!
মুখ্য ভূমিকায় আরফান নিশো। দুই বাংলাতেই অভিনেতার জনপ্রিয়তা দারুণ। রায়হান রফি পরিচালিত এই সিনেমা নিয়ে আগে থেকেই উন্মাদনা তুঙ্গে ছিল। উপরন্তু ইদে রিলিজের পর বাংলাদেশের বক্সঅফিসে রমরমিয়ে চলছে ‘সুড়ঙ্গ’। এবার এসভিএফ-এর হাত ধরে এপার বাংলাতেও নিশোর এই ক্ষুরধার পারফরম্যান্স বড়পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।
ইতিমধ্যেই কানাডা, অস্ট্রেলিয়া, সিডনি, মেলবোর্নে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। সেখানেও ভাল সাড়া পেয়েছে। এবার ২১ জুলাই ভারতে রিলিজ করছে নিশোর ছবি। হইচই-এর কাইজার সিরিজের দেখে অনেকেই অভিনেতার অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, নিশোর বেশ কিছু বাংলাদেশি সিরিজ, নাটক রয়েছে, যা দেখে দর্শক অনুরাগীরা দারুণ মুগ্ধ। তার মধ্যে উল্লেখ্য, ‘পুনর্জন্ম’। অতঃপর সেই অভিনেতা যখন প্রথমবার বড়পর্দার জন্য কাজ করলেন, তা নিয়ে যে অতিরিক্ত আগ্রহ বা উন্মাদনা থাকবে, তা বলাই বাহুল্য। এবার কলকাতায় ‘সুড়ঙ্গ’ রিলিজের আগে নতুন ট্রেলার নেটপাড়া সরগরম করে দিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.