ছবি : এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বেঁধে কাজ করার শর্ত দিয়ে দাক্ষিণাত্যভূমের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কোণঠাসা দক্ষিণীকন্যা দীপিকা পাড়ুকোন! আট ঘণ্টার শিফটে কাজ করার দাবিতে সম্প্রতি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। যার জেরে অভিনেত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বিতর্কের মুখে পড়েছেন ‘অ্য়ানিম্যাল’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যদিও দীপিকার (Deepika Padukone) দাবি করা আট ঘণ্টার শিফট নিয়ে আগেই ব্যাটিং করেছেন কাজল, অজয় দেবগন, সইফ আলি খান, রাধিকা আপ্তে, মণিরত্নমরা। এমন আবহেই শোনা যাচ্ছে, শুটিংয়ের সময় বেঁধে দেওয়ায় ‘কল্কি ২’-এর নির্মাতারাও নাকি এবার বেঁকে বসেছেন! যার জেরে সেই মেগাবাজেট দক্ষিণী ছবিও ছাড়তে হচ্ছে দীপিকাকে। ‘স্পিরিট’ বিতর্কযজ্ঞে এই খবর যেন ঘৃতাহূতির মতো কাজ করল।
বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির লড়াই নতুন নয়! বক্স অফিসের অঙ্ক নিয়ে এমনিতেই দুই সিনেজগতের হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে ‘সূচাগ্র মেদিনী’ ছাড়তে নারাজ! এবার দীপিকা পাড়ুকোন বনাম সন্দীপ রেড্ডি ভাঙ্গা তরজাতেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ব্লকবাস্টার পারফরম্যান্স দিয়েও কেন ‘কল্কি’ সিক্যুয়েলে ব্রাত্য থাকছেন অভিনেত্রী? প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। বলিউড মাধ্যম সূত্রে খবর, মাতৃত্ব এবং কাজ একসঙ্গে সামাল দেওয়ার জন্য দীপিকা যেভাবে সময় বেঁধে দিচ্ছেন, তাতে নাকি নির্মাতারা বেশ অসন্তুষ্ট! আর সেই প্রেক্ষিতেই ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়তে পারে দীপিকার চরিত্র কিংবা সেই চরিত্রের স্ক্রিন প্রেজেন্সও কমিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। যদিও নির্মাতারা এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি কিংবা তাঁদের তরফে কেউই মুখ খোলেনি। তবে ‘কল্কি ২’ থেকে দীপিকার ছাঁটাই হওয়ার গুঞ্জন এর আগেও শোনা গিয়েছিল।
চব্বিশ সালের বক্স অফিসে অপ্রতিরোধ্য বিজয়রথ ছুটিয়েছিল ‘কল্কি’। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাড় করিয়েছে এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে ছক্কা হাঁকিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাসরা। দর্শকদের ‘পাখির চোখ’ বর্তমানে ‘Kalki 2898 AD’ সিনেমার সিক্যুয়েল। গল্পের চরিত্রদের মোড় কোন দিকে ঘোরে? কৌতূহলের পারদ বাড়ছে চড়চড়িয়ে। এমন আবহেই দীপিকার সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জন। ‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা (Deepika Padukone)। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন। যা দেখে দর্শকরাও তাঁর রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়েছেন। কিন্তু এবার ‘কল্কি’ সিক্যুয়েল নিয়ে নতুন আপডেট। দীপিকাকে ছাড়া কীরকম প্রভাব পড়বে দর্শকদের মনে? সিনেমার সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। কারণ সিক্যুয়েলেও যে ক্যাশবাক্সে লক্ষীর কৃপা থাকবে, তাঁরা একপ্রকার নিশ্চিত। প্রথম সিনেমার গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হয় প্রযোজকদের। এবার যত দ্রুত সম্ভব সিক্যুয়েল বড়পর্দায় আনতে চাইছেন তাঁরা। তাই কোনওমতেই দেরি করা সম্ভব নয়। এমতাবস্থায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন ‘কল্কি’ সিক্যুয়েল নির্মাতারা। যদিও খবরে সিলমোহর বসাননি কেউ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.