Advertisement
Advertisement

Breaking News

Sudipa Chatterjee

ভাইঝির পোষ্য বিড়াল ‘নিখোঁজ’, কুঁদঘাটের ক্রেশের বিরুদ্ধে সরব অভিনেত্রী সুদীপা

পশুপ্রেমীদের পাশে থাকার আর্জি জানিয়েছেন সুদীপা।

Actress Sudipa Chatterjee slams pet creche owner
Published by: Sayani Sen
  • Posted:October 12, 2025 11:35 am
  • Updated:October 12, 2025 12:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে গিয়েছিলেন। তাই ক্রেশে রেখে গিয়েছিলেন পোষ্যকে। ফেরার পর সেই বিড়ালকে বাড়ি ফেরাতে গিয়ে অবাক করা কাণ্ড। ক্রেশমালিক আর ওই বিড়ালটিকে ফেরত দিতে পারছেন না। কোথায় যে চলে গিয়েছে বিড়ালটি, সে সম্পর্কে সুস্পষ্ট কোনও তথ্যও দিতে পারছেন না। কুঁদঘাটের ওই ক্রেশমালিকের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

Advertisement

ভাইজির পোষ্য বিড়াল ‘গজু’কে নিয়ে কাটানো সুন্দর মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে সুদীপা। সেই ‘গজু’ কোনও খোঁজ না পাওয়ায় স্বাভাবিকভাবেই অস্থির হয়ে পড়েছেন অভিনেত্রী এবং তাঁর পরিবারের লোকজন। ওই ক্রেশমালিকের দাবি, একইরকম দু’টি বিড়়াল তাঁর ক্রেশে ছিল। অন্য কারোর কাছে ‘গজু’ চলে গিয়েছে। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় বলেই দাবি ক্রেশমালিকের। ‘গজু’র পরিবর্তে অন্য বিড়ালকে সুদীপার পরিবারের হাতে তুলে দিতে চান ক্রেশমালিক। যদিও তাতে রাজি নন অভিনেত্রী ও তাঁর পরিবারের সদস্য়রা। ক্রেশমালিকের দাবি ঘিরে দানা বাঁধছে সন্দেহ। অনেকের দাবি, হয়তো বিড়ালটি আর নেই। সে মারা গিয়েছে। সেকথা জানাতে চাইছে না ক্রেশমালিক।

ফেসবুক লাইভে অভিনেত্রী সুদীপা কুঁদঘাটের ওই ক্রেশের ছবি তুলে ধরেন। অভিযোগ, ক্রেশের ঘরগুলি ঠিকমতো পরিষ্কার করা হয় না। একটি ঘরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ একাধিক কুকুর রাখা হয়েছে। শুধু তাই নয়, তারা চিৎকার চেঁচামেচি করলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ক্রেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ। প্রতিবেশীদের দাবি, সরু গ্রিলের একটি ছোট্ট জানলায় কুকুরকে আটকে রেখে দেওয়া হয়। ক্রেশে আসা বিড়াল, কুকুরদের মৃত্যু হলে নিয়ম বহির্ভূতভাবে বাড়ির পিছনে দেহ পুঁতে দেওয়া হয় বলেই দাবি প্রতিবেশীদের। আর সেই দুর্গন্ধে ক্রেশের আশেপাশে থাকা বাড়ির লোকজন অতিষ্ঠ। বারবার বলা সত্ত্বেও ক্রেশ কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পশুপ্রেমীদের পাশে থাকার আর্জি জানিয়েছেন সুদীপা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ