সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। সোমবার রাতে সোশাল মিডিয়ায় লাইভ করে অনুরাগীদের এই খবর দেন শেহনাজ নিজেই। শেহনাজ জানান, খাবারের সংক্রমণের ফলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়া মাত্রই হাসপাতালে ভর্তি করা হয় শেহনাজকে। শেহনাজের অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রিয়া কাপুর। সোশাল মিডিয়াতেই কুশল কামনা করেছেন অনিল কাপুর।
সোশাল মিডিয়ায় লাইভে এসে শেহনাজ বলেন, ”আমি বাইরে থেকে একটি স্যান্ডউইচ খাই। তা থেকেই এই অবস্থা। আপনাদের সকলকেও বলব বাইরের খাবার এড়িয়ে চলুন।”
is truly a source of happiness 🥺💖
Despite not being well herself, she continued to smile throughout the entire live session ❤️
May God bless her and keep her protected.. 🙏
One of the most amazing moments was when sir referred to her as ‘Mumtaj’. 😍❤️— Fun Flick Fiesta (@Warlock_270)
সম্প্রতি মুক্তি পেয়েছে শেহনাজ গিলের ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
প্রসঙ্গত, বিগ বস থেকেই বন্ধুত্ব ও প্রেম শুরু সিদ্ধার্থ ও শেহনাজের। এই রিয়্য়ালিটি শোয়ে সিদ্ধার্থ ও শেহনাজের কেমেস্ট্রি মন জয় করেছিল দর্শকদেরও। দুজনে বিয়েও করবেন ঠিকও করেছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। তবে সব স্বপ্ন ভেঙে চুরমার যায় ২ সেপ্টেম্বর। আচমকা সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। কাছের মানুষের মৃত্যুর পর থেকেই নিজেকে সবার আড়ালে নিয়ে গিয়েছিলেন শেহনাজ। তবে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে শুটিংয়ে ফেরেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.