Advertisement
Advertisement
গার্হস্থ্য হিংসা রিচা চাড্ডা

লকডাউনে বাড়তে থাকা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সচেতনতা প্রচারে নামলেন রিচা চাড্ডা

রিচার উদ্যোগে শামিল কালকি কোয়েচলিন, আদিল হোসেন-সহ অনেকেই। দেখুন ভিডিও।

Actress Richa Chadha campaigns against rising domestic violence
Published by: Sandipta Bhanja
  • Posted:May 7, 2020 8:21 pm
  • Updated:May 7, 2020 8:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউনের পর থেকে তরতরিয়ে বেড়েছে নারীর প্রতি গার্হস্থ্য হিংসার প্রকোপ। ন্যাশনাল কমিশন ফর উইমেন (National Commission for Women)-এর তথ্যানুযায়ী, লকডাউনের এক সপ্তাহ গড়াতে না গড়াতেই শুধুমাত্র মেল মারফত গার্হস্থ্য হিংসার অভিযোগ আসে ৫৮টি। চিঠি মারফত তারও বেশি। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সংখ্যাটা। তবে এখনও সমাজের বিভিন্ন প্রান্তে এমন অনেক মহিলা আছেন, যাঁরা ভবিষ্যতের ভয়ে, সর্বহারা হওয়ার দুশ্চিন্তায় গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব হতে পারছেন না। এবার তাঁদের সাহস জোগাতেই ‘ওমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডিয়া’র অভিনব প্রয়াসে শামিল সিনেদুনিয়া এবং থিয়েটার জগতের একঝাঁক তারকারা। ‘ওমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডিয়া’র উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে এই ক্যাম্পেইনের উদ্যোক্তা অভিনেত্রী রিচা চাড্ডা।

Advertisement

রিচা চাড্ডার ডাকে সাড়া দিয়ে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কালকি কোয়েচলিন, অময়রা দস্তুর, খ্যাতনামা সঞ্চলিকা তথা অভিনেত্রী মালুকা দুয়া, আদিল হুসেনের মতো অভিনেতারা। লকডাউনের সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতন এবং বিভিন্ন রকমের গার্হস্থ্য হিংসার ঘটনা উঠে এসেছে। বিশেষত গৃহবন্দি জীবন বিষাদময় তো হয়ে উঠেইছে। উপরন্তু, বাড়ির কাজের মতো ছোটখাট বিষয় নিয়েও দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছনোর ঘটনা শোনা যাচ্ছে। সেসব গার্হস্থ্য হিংসার ঘটনার প্রেক্ষিতেই বলিউড তারকারা এক ভিডিও প্রকাশ করেছেন। যেখানে প্রত্যেককেই ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ দিয়ে জনসাধারণের মনোবল বাড়ানোর কথা বলতে শোনা গেল।

রিচার মন্তব্য, “অনেক মহিলারাই এই সময়ে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। বিশ্বজুড়েই মূলত এই সমস্যা দেখা যাচ্ছে। গৃহবন্দি দশায় গার্হস্থ্য হিংসার শিকার হয়ে অনেকেই হয়তো পুলিশি অভিযোগ জানানোর সাহস পাচ্ছেন না। বিশেষ করে, প্রবীণদের একাংশ চূড়ান্ত হতাশা, মানসিক অবসাদের শিকার হচ্ছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা তাঁদের আরজি জানাচ্ছি যে এই ধরনর সমস্যার শিকার হলেই তাঁরা যেন যে কোনও কাউন্সেলিং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন।”

[আরও পড়ুন: স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার পিপিই কিট দিচ্ছেন ফারহান]

কীভাবে তারকারা তাঁদের পার্টনারের সঙ্গে বাড়ির কাজ ভাগ করে নিচ্ছেন, কীভাবে পারস্পারিক বোঝপড়া তৈরি করছেন, গৃহবন্দি জীবনে কীভাবে মনকে চাঙ্গা রাখা যায়, সেসমস্ত পরামর্শ দিলেন তাঁরা। কালকি যেমন তাঁর রোজকার রুটিন শেয়ার করে নারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন যে, বাড়ির কাজ সামলানোর দায়িত্ব শুধু মহিলাদের নয়, তেমনই অভিনেতা আদিল হুসেনকে দেখা গেল অহমিয়া ভাষায় মন ভাল রাখার বার্তা দিতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@therichachadha) on

[আরও পড়ুন: ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কবলে ভাইজাগ, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন বলিউড তারকারা ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ