Advertisement
Advertisement
Pahalgam Terror Attack

‘ছেলের চোখের সামনে বাবাকে খুন! মানতে পারছি না’, পহেলগাঁও নিয়ে আবেগপ্রবণ রাখি গুলজার

'আমার বস'-এর ট্রেলার মুক্তির প্রতিক্রিয়াতেও আবেগপ্রবণ বর্ষীয়ান অভিনেত্রী।

Actress Rakhee Gulzar express her sorrow about Pahalgam terror attack
Published by: Biswadip Dey
  • Posted:April 26, 2025 4:59 pm
  • Updated:April 26, 2025 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বাইশ বছর পর বাংলা ছবির জগতে প্রত্যাবর্তন করতে চলেছেন রাখি গুলজার। সেই ছবি ‘আমার বস’ নিয়ে কথা বলতে গিয়ে প্রবীণ অভিনেত্রীর গলায় ফুটে উঠল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে উদ্বেগ। জানালেন, ২২ এপ্রিল যা ঘটেছে তা তিনি মেনে নিতে পারছেন না।

Advertisement

সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। কিন্তু তা নিয়ে কথা বলতে গিয়েও রাখির কথায় ফিরে এল কাশ্মীর। তিনি বললেন, ”পহেলগাঁওয়ে যেভাবে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে তা ভাবা যায় না। বাচ্চা ছেলে দেখছে, তার চোখের সামনে বাবা মারা যাচ্ছে। এটা ভয়ংকর। মানতে পারছি না।” এই হত্যার আক্রান্তদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই জানাচ্ছেন রাখি। তাঁর মতে, এটা একেবারেই ক্ষমতার লড়াই। যার ফল ভুগতে হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে।

গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল সেনার পোশাকে আসা ৪ জঙ্গি। পর্যটকদের তরফেই জানা যায়, জঙ্গিরা সেখান উপস্থিত পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে ২৫ জন হিন্দু পর্যটক ও এক স্থানীয় বাসিন্দাকে হত্যা করে। ইতিমধ্যেই সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে ধর্ম জিজ্ঞাসা করেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

প্রসঙ্গত, গরমের ছুটির সঙ্গে নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। আগামী ৯ মে বড়পর্দায় মুক্তি পাবে রাখির ছবিটি। তার আগেই গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। দর্শকদের মন ছুঁয়েছে নন্দিতা রায়ের ফ্রেমে রাখি-শিবপ্রসাদের মিষ্টি রসায়ন। শুক্রবার মুক্তি পাওয়ার পর মন কেড়েছে ছবির ট্রেলার। একে দীর্ঘ বাইশ বছর পর রাখি গুলজারের বাংলা ছবিতে প্রত্যাবর্তন, উপরন্তু ‘খিটখিটে বসে’র ভূমিকায় বাস্তবের শান্ত স্বভাবের শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মা-ছেলের রসায়ন পর্দায় কেমন জমবে? দেখার জন্য মুখিয়ে ছিলেন বাঙালি দর্শক-অনুরাগীরা। তাঁদের সেই আকাঙ্ক্ষা ষোলো আনা পূরণ হয়েছে। এবার অপেক্ষা ছবির মুক্তির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement