Advertisement
Advertisement

Breaking News

Uttam Kumar

উত্তম কুমারের চরিত্রে নীল, আইনি জট কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে মহানায়ককে নিয়ে তৈরি ডকু ফিচার

ডকু ফিচার 'যেতে নাহি দিব' পরিচালনা করেছেন প্রবীর রায়।

Actor Sujan Mukherjee starrer Uttam Kumar biopic will Release this week| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 5, 2023 7:24 pm
  • Updated:October 5, 2023 7:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহানায়ক উত্তম কুমারকে নিয়ে ফের আর একটা ছবি। ছবির নাম ‘যেতে নাহি দিব।’ পরিচালক প্রবীর রায়। আর ছবিতে মহানায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা সুজন মুখোপাধ্য়ায় ওরফে নীলকে। ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে উত্তম অবতারে নীলের ছবি।

Advertisement

প্রায় সাড়ে তিন বছর ধরে এই ছবি নিয়ে মামলা চলছিল। না হলে, ২০১৯ সালেই মুক্তি পেত প্রবীর রায়ের ছবি যেতে নাহি দেবো। জানা গিয়েছিল, উত্তম কুমারের পরিবারের থেকেই এই ছবির মুক্তি রোধে মামলা করা হয়েছিল। অবশেষে আইনি জট কাটল। ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি।

ছবি মুক্তি নিয়ে এক সংবাদ মাধ্যমকে পরিচালক প্রবীর জানিয়েছেন, এই ছবিকে বায়োপিকের পরিবর্তে ডকু ফিচার বলতে চাই। আসলে, উত্তম কুমারের কোনও বিকল্প হয় না। নীলের একটা সানগ্লাস পরা ছবি দেখে ছিলাম। সেটা দেখেই মনে হয়েছিল নীলকে উত্তম কুমার হিসেবে মানাবে। আমার মনে হয় এটা নিয়ে বিতর্ক না হওয়াই ভালো।

[আরও পড়ুন: ‘দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন’, তৃণমূলকে প্রস্তাব রাজ্যপালের, ‘জমিদারি’তে তোপ শাসকদলের]

অন্যদিকে ছবি নিয়ে অভিনেতা সুজন বলেন, ”এই ছবিতে মহানায়ককে নিয়ে যে নতুন তথ্যগুলো মানুষ পাবেন, তা ভালো লাগবে।” এই ছবিতে বেশি বয়সের উত্তম কুমারের লুকে দেখা যাবে সুজনকে।

সুপ্রিয়া দেবীর বেশি বয়সের চরিত্রে রয়েছেন মল্লিকা সিংহ রায়। কানন দেবীর চরিত্রে রয়েছেন শকুন্তলা বড়ুয়া। সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন পায়েল রায়। এছাড়াও রয়েছেন স্বস্তিকা দত্ত, দেবরাজ রায়, দুলাল লাহিড়ী।

[আরও পড়ুন: ‘বাড়তি আর ১ দিনও নয়’, অভিষেক মামলায় ইডিকে নথি পেশের সময় বেঁধে দিল আদালত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ