সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত ভুলে নতুন শুরু জীতু কমলের (Jeetu Kamal)! নবনীতা দাসের সঙ্গে আইনত বিচ্ছেদ হয়েছে বছর দুয়েক আগেই। দাম্পত্যজীবনে ইতি টানার পর নিজেরা নিজেকে গুছিয়ে নিয়েছেন। যে যাঁর কেরিয়ার নিয়ে ব্যস্ত। এবার কি জীতুর জীবনে নতুন প্রেম উঁকি দিল? বুধ সকালে বরফের দেশে হাতে হাত রাখা ছবি দিয়ে নিজেই জল্পনা উসকে দিলেন অভিনেতা।
দিন কয়েক আগেই বরফের দেশ থেকে আবছা ছবি পোস্ট করে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়েছিলেন জীতু। আর বুধবার নিজেই রহস্যময়ী নারীর সঙ্গে ছবি দিয়ে জানিয়ে দিলেন, “ছয় বছর পর প্রেমে পড়লাম।” স্বাভাবিকভাবেই অভিনেতার পোস্ট নিয়ে সরগরম সোশাল পাড়া। কাকে মন দিলেন জীতু? কৌতূহলের অন্ত নেই! অনুরাগীদের সিংহভাগ আবার সাত-পাঁচ ভাবনায় না গিয়ে সরাসরি শুভেচ্ছা জানিয়ে এসেছেন পোস্টে। কে রহস্যময়ী নারী বা কার প্রেমেই বা পড়েছেন জীতু কমল? সেসব উত্তর অধরা থাকলেও টলিপাড়ার অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, এই পোস্ট নাকি আসলে প্রচারের জন্যই। কীসের প্রচার?
জীতু আবার দীর্ঘদিন বাদে ছোটপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন ‘তোমাকে ভালোবাসি’ ধারাবাহিকের সুবাদে। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। আর সেই সিরিয়ালের শুটের জন্যই সম্প্রতি ভূস্বর্গে উড়ে গিয়েছিলেন তাঁরা। কাশ্মীরের সেই ঝলক আগেও ফেসবুকে ভাগ করে নিয়েছেন অভিনেতা। তবে তাঁর প্রেমের পড়়ার পোস্ট নিয়ে আলাদা করে কৌতূহল তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, সেই ‘তোমাকে ভালোবাসি’ ধারাবাহিকের প্রচারের জন্যই নাকি জীতুর এহেন প্রেমমাখা পোস্ট! যদিও সব উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই। তবে অতীতেও ‘বিয়ের কথা’ পোস্ট করে রসিকতা করেছিলেন জীতু কমল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.