সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত তেলগু ছবির বর্ষীয়ান অভিনেতা ঘত্তামনেনি কৃষ্ণা। মঙ্গলবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন দক্ষিণী সিনেমার সুপারস্টার এই অভিনেতা। খবর অনুযায়ী, রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন কৃষ্ণা (Ghattamaneni Krishna)। তাঁকে ভরতি করা হয়েছিল হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বয়স হয়েছিল ৭৯।
বহু বছর ধরে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কৃষ্ণা। বক্স অফিসে একের পর এক হিট ছবিও দিয়েছেন। প্রায় ৩৪০ টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তেলুগু ছবিতে জেমস বন্ডের আদলে ছবি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। শুধু সিনেমাতেই নয়। রাজনীতির মাঠেও সমান দক্ষতায় কাজ করেছেন তিনি। ১৯৮৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে জয়ীও হয়েছিলেন তিনি।
Very sad to hear of garu’s passing away. Deepest condolences to the entire family incl Mahesh Babu garu. May Lord Venkateshwara give you strength in this difficult year. Om Shanti.
— S. Rajiv Krishna (@RajivKrishnaS)
বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণার আরেকটি পরিচয় রয়েছে। তিনি দক্ষিণী তারকা মহেশবাবুর বাবা। কৃষ্ণার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এবং জগনমোহন রেড্ডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.