সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের এপ্রিল মাসে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন কিঞ্জল নন্দ। বছর ঘুরতে না ঘুরতেই ফের অভিনেতার সংসার আলো করে এল নতুন সদস্য। লক্ষ্মীবারেই অভিনেতার পরিবারে লক্ষ্মীর আগমন ঘটল।
মঞ্চ থেকে বড়পর্দা, ওটিটি প্ল্যাটফর্মে কিঞ্জল বেশ জনপ্রিয় মুখ। ‘হীরালাল’ ছবিতে নিজের অভিনয় দক্ষতার সঙ্গে পরিচয় করানোর পর ‘বিনয় বাদল দীনেশ’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এ কাজ করেছেন। আগামিতে ‘দেবী চৌধুরানী’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যাবে কিঞ্জলকে। ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর আন্দোলনের আবহে একাধিকবার চর্চার শিরোনামে বিরাজ করেছেন কিঞ্জন নন্দ। তিলোত্তমার হয়ে বিচার চাইতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজপথ দখল করে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন অভিনেতা। কন্যাসন্তানের পিতা হিসেবে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার পঁচিশ সালের আগস্ট মাসে কিঞ্জল নন্দর সংসার আলো করে ফের কন্যাসন্তানই এল। বৃহস্পতিবার পেশায় চিকিৎসক তথা অভিনেতা সোশাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন। কিঞ্জল তাঁর পোস্টে লিখেছেন, ‘দ্বিতীয় সন্তান এসেছে। ব্রহ্মাণ্ডকে অশেষ ধন্যবাদ। পাশাপাশি আমার পরিবার ও স্ত্রীকেও ধন্যবাদ। তোমাকে ভীষণ ভালোবাসি নম্রতা।’ অভিনেতার সেই পোস্টেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শুভানুধ্যায়ীরা।
৭ আগস্ট, বৃহস্পতিবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন নম্রতা ভট্টাচার্য। তিনিও পেশায় চিকিৎসক। সদ্যোজাত সন্তান এবং স্ত্রীকে দেখে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিঞ্জন নন্দ। ‘হুল’ অভিনেতা জানিয়েছেন, মা -মেয়ে দুজনেই ভালো আছে। আমি খুব খুশি। বাবা হিসেবে দায়িত্ব যে আরও বেড়ে গেল, সেই অনুভূতিও ভাগ করে নিয়েছেন তিনি। আপাতত দুই কন্যাসন্তানকে আত্মরক্ষার পাঠ দিয়ে যত্নে মানুষ করাই লক্ষ্য কিঞ্জল নন্দর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.