Advertisement
Advertisement
Ram Charan

রাম চরণের ছবির শুটিংয়ে ট্যাঙ্ক ফেটে বিপত্তি, জল থই থই গোটা সেট, আহত একাধিক ক্রু মেম্বার

দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিও।

accident in Ram Charan's film shooting floor
Published by: Arani Bhattacharya
  • Posted:June 12, 2025 1:20 pm
  • Updated:June 12, 2025 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম চরণের ছবির শুটিং ফ্লোরে বড়সড় দুর্ঘটনা। তাঁর নতুন ছবি ‘দ্য ইন্ডিয়ান হাউজ’-এর শুটিং চলাকালীন একটি দৃশ্যে হঠাৎই ফেটে যায় জলের ট্যাঙ্ক। যার ফলে গুরুতর আহত হয়েছেন ফ্লোরের বেশ কয়েকজন ক্রু মেম্বার-সহ সহকারী ক্যামেরাম্যান।

Advertisement

শোনা যাচ্ছে, শামসাবাদের কাছে সমুদ্রের একটি দৃশ্যের শুটিং চলছিল আর সেই সময়েই ঘটে এই ঘটনা। হঠাৎই ফেটে যায় বিশালাকার জলের ট্যাঙ্ক। যার ফলে শুটিং ফ্লোরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। দুর্ঘটনার সময় ফ্লোরে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা নিখিল সিদ্ধার্থ। এই দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেট। মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই দুর্ঘটনার ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে কীভাবে শুটিং ফ্লোরের বিভিন্ন জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছেন ক্রু মেম্বাররা।

২০২৩ সালে রাম চরণ তাঁর ‘দ্য ইন্ডিয়ান হাউজ’ ছবিটির ঘোষণা করেন। স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের ১৪০তম জন্মদিবসে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির একটি প্রোমো। সেখানে দেখা গিয়েছে অভিনেতা নিখিল সিদ্ধার্থ ও বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে। ‘দ্য ইন্ডিয়ান হাউজ’ ছবির হাত ধরেই পরিচালনায় অভিষেক ঘটতে চলেছে রাম ভামসী কৃষ্ণর। তার আগেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement