সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আচমকাই আমির খানের বাড়িতে ঢুঁ মারেন পঁচিশ জন আইপিএস অফিসারের একটি টিম। এদিন এক বিলাসবহুল গাড়িতে করে বলিউড সুপারস্টারের বাড়িতে পুলিশ আধিকারিকদের ঢুকতে দেখেই বিটাউনে শোরগোল। কারও মন্তব্য বড়সড় আইনি বিপাকে পড়েছেন অভিনেতা তো কেউ বা আবার বলছেন, পরবর্তী সিনেমার জন্য তোরজোড় শুরু করেছেন আমির। সম্ভবত মিস্টার পারফেকশনিস্ট এবার কোনও পুলিশি ড্রামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, মেঘালয়ের ‘হানিমুন মার্ডার’-এর ঘটনাকে সিনেপর্দায় তুলে ধরতে চলেছেন তিনি। সেই প্রেক্ষিতেই হয়তো সংশ্লিষ্ট মামলার খুঁটিনাটি জানার জন্য পুলিশ আধিকারিকদের ভিড় আমিরের বাড়িতে। এদিকে সম্প্রতি আবার আমিরের নামে রেজিস্ট্রি করা গাড়ি কর্ণাটকে রোড ট্যাক্স না দেওয়ায় বিপাকে পড়েছে! আমিরের বাড়িতে পুলিশ আধিকারিকদের আগমনের কারণ হিসেবে সেকথাও শোনা যাচ্ছে। এহেন নানা জল্পনায় যখন বলিপাড়ায় শোরগোল। তখন মুখ খুলল আমির খানের টিম।
রবিবার বলিউড অভিনেতার বাড়িতে আইপিএস অফিসারদের যাওয়া নিয়ে গত চব্বিশ ঘণ্টায় একের পর এক গুঞ্জন শোনা গিয়েছে। এমতাবস্থাতেই মিস্টার পারফেকশনিস্ট-এর তরফে মুখ খুলেছে তাঁর প্রযোজনা সংস্থার টিম। আমির অবশ্য বছর খানেক আগেই সোশাল মিডিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই সাম্প্রতিককালে যে কোনও বিবৃতি তাঁর টিমের তরফেই জারি করা হয়। এবারও তার অন্যথা হল না। ঠিক কী কারণে আইপিএস অফিসারদের এহেন আচমকা ‘অভিযান’? এপ্রসঙ্গে যাবতীয় ‘জল্পনা-থিওরি’ উড়িয়ে বলিউড তারকার টিমের তরফে জানানো হল, “আসলে ট্রেনি আইপিএস অফিসারদের একটি ব্যাচ আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। অভিনেতার সঙ্গে একটিবার সাক্ষাতের জন্য তাঁদের তরফেই অনুরোধ আসে। আর নিজের বাড়িতে তাঁদের আপ্যায়ণ করতে পেরে আমিরও বেজায় খুশি।” অতঃপর অভিনেতা যে কোনওরকম আইনি বিপাকে জড়াননি, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বিবৃতিতে।
প্রসঙ্গত, ‘সিতারে জমিন পর’-এর সুবাদে দীর্ঘদিনের ‘ফ্লপ পর্বে’র ফাঁড়া কাটিয়েছেন আমির খান। বক্স অফিসে এই সিনেমা ব্যবসা করার পাশাপাশি প্রশংসিত হয়েছে সিনেসমালোচক থেকে দর্শকমহলেও। সূত্রের খবর, অভিনেতার পাখির চোখ আপাতত মহাভারত-এর দিকে। ইতিমধ্যেই মহাকাব্যকে সিনেপর্দায় তুলে ধরার প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। তিনি এবার পরিচালক-প্রযোজকের আসনে। অন্যদিকে, তাঁর জীবনেও বর্তমানে উঁকি দিয়েছে নতুন বসন্ত। সব মিলিয়ে দীর্ঘদিন বাদে আমির খানের সুসময়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.