Advertisement
Advertisement
Aamir Khan

ভাই ফয়জলকে ওষুধ খাইয়ে গৃহবন্দি রাখতেন আমির? বিস্ফোরক অভিযোগে মুখ খুলল ‘খান পরিবার’

ফয়জল খানের অভিযোগের ভিত্তিতে কী জানাল পরিবার?

Aamir Khan's family denies mistreatment allegations by brother Faissal
Published by: Sandipta Bhanja
  • Posted:August 11, 2025 4:42 pm
  • Updated:August 11, 2025 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ফয়জল খান। যদিও বলিউডে আমির খানের ভাই বলেই পরিচিত তিনি। বছরখানেক ধরেই সংবাদমাধ্যমের কাছে সুপারস্টার ভাইয়ের বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করেছেন ফয়জল। সম্প্রতি এক সাক্ষাৎকারেও চাঞ্চল্যকর অভিযোগ আনেন ‘প্রাক্তন’ অভিনেতা। ফয়জলের দাবি, ‘স্কিৎজোফ্রেনিয়া’র রোগি, মানসিক ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে একবছর আমির তাঁকে ঘরবন্দি করে রাখেন। সেসময়ে কেড়ে নেওয়া হয়েছিল তাঁর মোবাইল। বাড়ির বাইরে পা রাখার অনুমতিও ছিল না ফয়জলের! ঘরের বাইরে সবসময়ে দেহরক্ষীরা থাকত এবং নানারকমের ওষুধ খাওয়ানো হত তাঁকে। সত্যিই কি আমির খান তাঁর ভাইয়ের উপর এহেন অত্যাচার করেছেন? ফয়জলের বিস্ফোরক অভিযোগের পরই মুখ খুলল তাঁর পরিবার।

Advertisement

এক বিবৃতি জারি করে পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, “ফয়জলের দাবি ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভীষণ কষ্টদায়ক।” ওই বিবৃতিতে উল্লেখ, “মা জিনত তাহির হুসেন, বোন নিখাত হেগড়ে ও ভাই আমির খানের সম্পর্কে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন ফয়জল, তা ভীষণ দুঃখজনক এবং বেদনাদায়ক। এই প্রথমবার নয়, এর আগেও তিনি ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তাই আমরা স্পষ্ট করে জানাতে চাই যে, ফয়জলকে নিয়ে প্রতিটি সিদ্ধান্ত পরিবারের সম্মিলিত মত ও একাধিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই নেওয়া হয়েছিল। এবং সেটাও তাঁর মানসিক সুস্থতার স্বার্থেই। আর ঠিক সেই কারণেই আমরা এযাবৎকাল ওই বেদনাদায়ক অধ্যায়ের কথা বিশদে প্রকাশ্যে আনিনি।” পাশাপাশি ওই বিবৃতিতেই পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে যে, কেউ যেন খান পরিবারের অন্দরমহলের এই বিষয়টিকে মশলা মাখিয়ে চটকদার ‘গসিপে’ না পরিণত করেন। সেই বিবৃতিতে সই ছিল- রিনা দত্ত, জুনেইদ খান, ইরা খান, ফরহাত দত্ত, রাজিব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান-সহ গোটা পরিবারের সদস্যদের।

প্রসঙ্গত, আমির খানের সঙ্গে ফয়জলের বিরোধের খবর এই নতুন নয়! বছরখানেক আগেও আমিরের বিরুদ্ধে ‘অত্যাচার’ করার অভিযোগ তোলেন ফয়জল খান। সম্প্রতি এক বলিউড মাধ্যমের সাক্ষাৎকারে ফয়জল জানান, গৃহবন্দি থাকাকালীন তাঁর মনে হয়েছিল তিনি যেন কোনও চক্রবুহ্যে আটকে পড়েছেন। ভেবেছিলেন, কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন? তবে ২০০০ সালে ‘মেলা’ সিনেমায় আমির-ফয়জলকে একফ্রেমে দেখা গিয়েছিল। ফয়জলের অভিনয় কেরিয়ারের শুরুও আমিরের ছবি দিয়েই। সেটা ছিল ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমাটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement