Advertisement
Advertisement
Saiyaara-Netflix

বক্সঅফিসে ঝড় তুলে এবার ওটিটিতে এন্ট্রি ‘সাইয়ারা’র, কবে শুরু স্ট্রিমিং?

কোথায় এবং কবে শুরু হবে ছবির স্ট্রিমিং?

2025 hit bollywood film Saiyaara will stream soon in Netflix
Published by: Arani Bhattacharya
  • Posted:September 11, 2025 3:55 pm
  • Updated:September 11, 2025 3:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পরই বক্সঅফিসে নতুন রেকর্ড গড়েছিল যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’। নবাগত জুটি অহন পাণ্ডে ও অনীত পাড্ডাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। কম সময়ের মধ্যেই এই ছবি বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করেছে ‘সাইয়ারা’। বক্স অফিসে ভালো ব্যবসা করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই ছবি। কোথায় এবং কবে শুরু হবে ছবির স্ট্রিমিং?

Advertisement

নবাগত জুটি অহন পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ এবার ওটিটি জায়েন্ট নেটফ্লিক্সে দেখা যাবে। বৃহস্পতিবার স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে ইতিমধ্যেই গ্লোবাল প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়। একইসঙ্গে জানানো হয়, শুক্রবার ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে এই ছবির। যা দেখতে পাবে ১৯০ টি দেশের দর্শক। ‘সাইয়ারা’ নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরুর আগে পরিচালক মোহিত সুরি বলেন, “সাইয়ারা আমার জন্য খুব স্পেশাল একটি ছবি। এই ছবিকে দর্শক যেভাবে ভালোবাসা দিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি স্ট্রিমিংয়ের ফলে যে দর্শক এই ছবি দেখতে পাননি তাঁরাও দেখতে পাবেন। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।”

যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ ১৮ই জুলাই মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অহন পান্ডে ও অনীত পাড্ডা। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। ভারতীয় চলচ্চিত্র জগতে এক ইতিহাস সৃষ্টি করেছে এই ছবি। এই ছবির প্রথম দিনের ব্যবসা পরিচালক মোহিত সুরির ফিল্মি কেরিয়ারেরও এক মাইলফলক। অতিমারি পরবর্তী সময়ে এই ছবির ব্যবসা নিয়ে সিনেমা বিশ্লেষকরাও মতামত রেখেছেন। তাঁদের মতে করোনা পরবর্তী সময়ে এই ছবিটি নাকি ভারতীয় চলচ্চিত্র জগতের সেই ছবি যা রোম্যান্টিক ঘরানার ছবি হয়েও প্রথমদিনে ২০ কোটির ব্যবসা করেছে। এবার বড়পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘সাইয়ারা’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ