শম্পালী মৌলিক: দর্শককে নতুন চমক দিতে প্রস্তুত পরিচালক রাজা চন্দ। তাঁর নতুন সিরিজ ‘বিভীষণ’। মার্ডার মিস্ট্রি ঘরানার নতুন সিরিজ নিয়ে আসছেন পরিচালক রাজা চন্দ। এই সিরিজে নতুন জুটি দর্শককে উপহার দিতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সেই ছবি দর্শকের মন কেড়ে নিয়েছে। তাঁর এই সিরিজের হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা সিংহরায়।
এই নতুন সিরিজ নিয়ে কথা বলতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল পরিচালক রাজা চন্দের সঙ্গে। নতুন এই সিরিজ নিয়ে পরিচালক রাজা চন্দ জানালেন,”একটি নামি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন একটা সিরিজ আমি করছি। এটা মূলত মার্ডার মিস্ট্রি। যা শুরু হয় ‘হু ডান ইট’ ফর্মুলা দিয়ে তবে কিছুক্ষণের মধ্যে তা পরিবর্তিত হয়ে যায় ‘হাউ ডান ইট’ ফর্মুলায়। এমন একটা গল্প দর্শককে বলতে আমার ভারি মজা হচ্ছে। শুধু তাই নয় এই সিরিজে আমি একঝাঁক গুণি অভিনেতাকে পেয়েছি। যারা এর আগে নাটকের মঞ্চে অভিনয় করে এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন, অমিত দাস, সঞ্জীব ঘোষ, সুব্রত ঘোষ। এঁদের নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আর যা বলতেই হয় তা হল সোহম মজুমদার ও দেবচন্দ্রিমার অভিনয়। এর আগে বিভিন্ন বাংলা ও হিন্দি ছবিতে আমি একরকমভাবে পেয়েছি সোহমকে। আর এই সিরিজে সোহম একজন পুলিশের কর্মচারি। পুলিশের আভ্যন্তরীণ যে মেজাজ থাকে তার বাইরে গিয়েও অন্য একটা সমীকরণ ও তৈরি করতে পেরেছে। সেটা সম্পূর্ণ ওঁর কৃতিত্ব এবং এক্ষেত্রে আমাদের চিত্রনাট্যও অনেকটা সাহায্য করেছে।
দেবচন্দ্রিমার কাজ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন,” দেবচন্দ্রিমার অভিনয় দেখে আমার মনে হয়েছে জন্মগতভাবে ওঁর মধ্যে অভিনয় সত্ত্বা রয়েছে। আমি ওঁর সঙ্গে এই প্রথম কাজ করলাম। যদিও পিয়ান আমাকে আগেই দেবচন্দ্রিমা যে গুণী অভিনেত্রী তা আগেই জানিয়ছিল। আর যা না বললেই নয় তা হল এই কাজে গোটা টিম আমার পাশে ছিল। বিশেষ করে পরিচালক অভিজিৎ সেন আমার সঙ্গে এই কাজে পাশে ছিলেন। সবাই মিলে কাজটা করেছি। এবং তাঁরা সবাই এই কাস্টিংটা সমর্থন করেছে। সিরিজটিতে সাতটি পর্ব থাকছে। প্রতিটি পর্ব মোটামুটি পঁচিশ মিনিট করে হতে চলেছে। আমি এই কাজটা নিয়ে ভীষণ উৎসাহী। আগামী ২৭ জুন থেকে এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে।”
এই সিরিজের আগেও বেশ কিছু বাংলা ওয়েব সিরিজে কাজ করেছেন দেবচন্দ্রিমা। এর আগে ‘পরিণীতা’, ‘প্রেমে পড়া বারণ’-এর মতো সিরিজে তাঁর কাজের প্রশংসা করেছেন দর্শক। অন্যদিকে সোহম ‘সিটাডেল হানিবানি’, ‘কবীর সিং’-এর মতো হিন্দি কাজের পাশাপাশি টলিউডে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘পাটালিগঞ্জের পুতুলখেলা’। ‘মায়া সত্য ভ্রম’-এ কাজ করেছেন। এখন অপেক্ষা টলিপাড়ার নতুন এই জুটির নতুন কাজ দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.