সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপম খেরের ইস্তফা দেওয়ার পর, ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (এফটিআইআই)-এর দায়িত্ব কাঁধে তুলে নিলেন পরিচালক-প্রযোজক বীজেন্দ্র পাল সিং৷ বিখ্যাত এই চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি৷ বৃহস্পতিবার টুইট করে বীজেন্দ্রর নাম ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ নয়া পদে আরও ভাল কাজের জন্য মন্ত্রকের পক্ষ থেকে শুভেচ্ছাও জানানো হয় বীজেন্দ্রকে৷
Ministry of Information and Broadcasting has nominated Brijendra Pal Singh, current Vice Chairman of Film and Television Institute of India (FTII) Governing Council, as the new President of FTII Society and Chairman of Governing Council.
Advertisement— ANI (@ANI)
[কেমন হল কপিলের বিয়ে? বউয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে]
দীর্ঘদিন ধরে এফটিআইআই-এর গভর্নিং কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান হিসাবে কাজ করছিলেন বীজেন্দ্র পাল সিং৷ এবার বিখ্যাত এই প্রতিষ্ঠানের রাশ ধরলেন তিনি৷ গত অক্টোবর মাসেই এফটিআইআই-এর শীর্ষপদ থেকে ইস্তফা দেন বলি অভিনেতা অনুপম খের৷ ইস্তফাপত্রে তিনি জানিয়েছিলেন, বিদেশে নাটকের কাজে ব্যস্ত থাকার দরুণ প্রতিষ্ঠানকে সময় দিতে পারছিলেন না৷ ফলে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ এরপর থেকেই এফটিআইআই-এর নয়া চেয়ারম্যানের খোঁজ করছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ অবশেষে ভাইস-চেয়ারম্যান বীজেন্দ্র পাল সিংকেই শীর্ষপদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রকের তরফে৷
[‘আগে অল্প জেনেই বড় বড় কথা বলতাম’, অকপট শাহরুখ]
সিনেমা ও টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ বীজেন্দ্র পাল সিং৷ সোনি টিভির জনপ্রিয় শো ‘সিআইডি’র পরিচালক ও প্রযোজক ছিলেন বীজেন্দ্র৷ এছাড়াও এফটিআইআই-এর প্রাক্তনিও তিনি৷ এই বিখ্যাত চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্রেই সিনেম্যাটোগ্রাফিতে হাতেখড়ি হয়েছিল তাঁর৷ এরপরই সোনি টিভিতে ‘সিআইডি’র মতো জনপ্রিয় ক্রাইম-থ্রিলার সিরিয়ালের প্রযোজনা ও পরিচালনার কাজ শুরু করেন তিনি৷ চিত্রনাট্য ও পরিচালনার গুণে টানা ২১ বছর ধরে আপামোর ভারতবাসীর ঘরে ঘরে সিআইডি’কে পৌঁছে দিয়েছিলেন তিনি৷ পেয়েছিলেন অনেক সম্মান৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.