Advertisement
Advertisement

যোগ দিবসে ফিট থাকার মন্ত্র দিলেন বলিউড তারকারা

দেখুন ছবি ও ভিডিও।

Bollywood celebs celebrates 4th International Yoga Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2018 4:37 pm
  • Updated:April 6, 2020 6:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিট তো হিট। এই মন্ত্রেই বিশ্বাসী প্রায় গোটা বলিউড। শুটিংয়ের কাজ, প্রচার, বিজ্ঞাপন- কাজ যতই থাক ফিটনেসের সঙ্গে আপস করেন না তারকারা। কেউ এর জন্য জিমে যেতে পছন্দ করেন, কেউ আবার যোগাসনেই শরীর ও মনকে সুস্থ রাখার চেষ্টা করেন। আন্তর্জাতিক যোগ দিবসেও তাঁর ব্যতিক্রম হল না। যোগের মন্ত্র ছড়িয়ে দিতে উদ্যোগী হলেন অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাউত, শিল্পা শেট্টি, মালাইকা অরোরা, অনুপম খেররা।

Advertisement

গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। রাজ্যের টুরিজমের জন্য একটি প্রোমো শুট করেছিলেন। একটি দৃশ্যে যোগাসনও করতে হয়েছিল। সেই ছবিই শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।

 

[‘সহজকে চাই না’, প্রিয়াঙ্কাকে সাফ জানিয়েছিলেন রাহুল]

কেবল একদিন নয় সারা বছর যোগাসন করেন কঙ্গনা রানাউত, শিল্পা শেট্টি, মালাইকা অরোরা। আন্তর্জাতিক যোগ দিবসে সেই বার্তাই যেন ছড়িয়ে দিলেন তিন নায়িকা।

A post shared by (@team_kangana_ranaut) on

A post shared by (@theshilpashetty) on

A post shared by (@malaikaarorakhanofficial) on

[‘মিস ইন্ডিয়া’র মঞ্চে দাক্ষিণাত্যের দাপট, সেরার শিরোপা পেলেন অনুকৃতি

কয়েক মাসেই নিজের ওজন কমিয়ে ফেলেছেন অনুপম খের। এতদিনের নিজের এই ফিটনেস মন্ত্র শেয়ার করলেন তিনি। পোস্ট করলেন নিজের যোগাসনের মুহূর্ত।

এভাবেই আন্তর্জাতিক যোগ দিবস সেলিব্রেট করল বলিউড। হাজারও কাজের ব্যস্ততার মাঝেও তারকারা ছড়িয়ে দিলেন ফিট থাকার মন্ত্র।

[রাস্তায় আবর্জনা ফেলে অনুষ্কার বকুনি খাওয়া যুবকের পরিচয় জানেন?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ