Advertisement
Advertisement

নোট বাতিলের জেরে ধার-দেনা করে সংসার চালাচ্ছেন সেলেবরা

বাড়ির রান্নার জন্য ডিম কিনতেও টাকা ধার করেছেন বিপাশা বসু

Bips Borrow Money, Mini Mathur Break Piggy Banks After Rs 500, 1000 Notes Scrapped
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 7:53 pm
  • Updated:November 9, 2016 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে এখন একটাই আলোচনা৷ প্রধানমন্ত্রীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত৷ পাড়ার মোড়, ব্যস্ত রাস্তা থেকে শুরু করে শপিং মল সর্বত্রই চিন্তা ও বিভ্রান্তির জোয়ার৷ এই সিদ্ধান্তের জেরে দেশের আম জনতা যেমন উদগ্রীব তেমনই এর থেকে বাদ পড়েননি সেলেব্রিটিরাও৷ দৈনন্দিন জীবনযাপনে তারাও বিবিধ সমস্যার শিকার৷

Advertisement

বলি দুনিয়াও এই আলোচনার ঝড় থেকে বিরত নয়৷ অভিনেত্রী বিপাশা বসু তো বাড়ির রান্নার জন্য ডিম কিনতেও টাকা ধার করেছেন৷ বুঝুন কান্ড! শেষমেষ ডিম কিনতে কিনা লোকের কাছে হাত পাততে হচ্ছে বিপাশাকে৷

টেলিভিশনের জনপ্রিয় মুখ ও ডিরেক্টর কবীর খানের পত্নী মিনি মাথুর তো তাঁর বাচ্চার পিগি ব্যাঙ্ক ভেঙে টাকা জোগাড় করেছেন৷

সমস্যার সম্মুখীন হলেও বিনোদন জগতের মানুষরা কিন্তু প্রধানমন্ত্রীর এই রাতারাতি বদলের সিদ্ধান্তকে প্রশংসা করেছেন ৷

মোদীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঋষি কাপুর, অনুষ্কা শর্মা এমনকি তালাইভা রজনীকান্তও৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement