Advertisement
Advertisement

Breaking News

Arijit Banerjee Death

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘রানি রাসমণি’ খ্যাত অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়

সোমবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

Bengali TV actor Arijit Banerjee passed away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 8, 2023 11:34 am
  • Updated:March 8, 2023 11:34 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘রানি রাসমণি’ খ্যাত অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই খবর। 

Advertisement

Arijit-Banerjee-Death 1

বাংলা টেলিভিশনের পাশাপাশি নাট্য জগতেও বিচরণ ছিল অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রি তোতা নামেও পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার যখন সারা বাংলার মানুষ দোল উৎসবে মেতেছিলেন তখনই এই দুঃসংবাদ প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হন অরিজিৎবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। 

[আরও পড়ুন: দোলযাত্রা নয়, ‘অনুদা’কে দিল্লি যাত্রার শুভেচ্ছা! অনুব্রতকে কটাক্ষ করে ফের ছড়া রুদ্রনীলের]

‘করুণাময়ী রানী রাসমণি’ ছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’, ‘ত্রিশূল’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।  বহু নাটকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিনেতার এই অকাল প্রয়াণে শোকাতুর টলিউডের অভিনেতা ও কলাকুশলীরা। 

1

“এটা ঠিক হলনা তোতা, একদম ঠিক হল না”, সোশ্যাল মিডিয়ায় অরিজিৎবাবুর মৃত্যুর খবর শেয়ার করে একথাই লিখেছেন সোহন বন্দ্যোপাধ্যায়।  অভিনেতার ছবি শেয়ার করে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। 

Artist Forum 

 

[আরও পড়ুন: ‘বাঘা যতীন’-এর শুটিং করতে গিয়ে আহত দেব, ব্যান্ডেজ বাঁধা চোখে পোস্ট করলেন ছবি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ