Advertisement
Advertisement

‘আমাকেই এই চরিত্র মানায়’, মোদির বায়োপিক নিয়ে বিবেককে কটাক্ষ পরেশের

পর্দায় দুই 'মোদি'র টক্কর।

Another film on Modi
Published by: Sucheta Sengupta
  • Posted:January 9, 2019 7:43 pm
  • Updated:January 9, 2019 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় প্রধানমন্ত্রীর যাত্রা শুরু হতে এখনও দেরি। তার মধ্যেই বিতর্কের গণ্ডিতে ঢুকে পড়ল নরেন্দ্র মোদির বায়োপিক – পিএম নরেন্দ্র মোদি। বর্তমান প্রধানমন্ত্রীকে স্ক্রিনে নিয়ে আসছেন বিবেক ওবেরয়। তাঁর লুক নিয়ে আহ্লাদিত ছবির পরিচালক, প্রযোজকরা। সম্প্রতি পোস্টার প্রকাশিত হয়েছে। দর্শকমহলে প্রশংসিতও হয়েছে। এসবের মধ্যেই বিতর্ক উসকে মন্তব্য করে বসলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। তাঁর দাবি, ‘আমি মনে করি, মোদির চরিত্রে আমিই সবচেয়ে ভাল অভিনেতা। চরিত্রটার সঙ্গে সম্পূর্ণ একাত্ম হতে পেরেছি। আর কেউ তা পারবে না। তবে এটা তো স্বাধীন দেশ। যে কেউ, যা খুশি করতে পারে। বিবেকও পারে। আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি।’

Advertisement

পরেশ রাওয়ালের মন্তব্য নিয়ে যথারীতি শুরু হয়েছে সমালোচনা। শোনা যাচ্ছে, সেললুয়েডে মোদির চরিত্র রূপায়ণে উমং কুমার ছাড়া আরও এক পরিচালক তাঁকে প্রস্তাব দিয়েছিলেন। সেটা ছিল ২০১৭। তিনি দ্বিতীয় প্রস্তাবটাই গ্রহণ করেছিলেন। সেসময় ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাওয়াল জানিয়েছেন, ‘স্ক্রিপ্ট পড়ছি। আশা করি, ২০১৮-র সেপ্টেম্বর, অক্টোবর নাগাদ কাজ শুরু করতে পারব। সিনেমাটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে।’ যদিও মোদির জীবনী নিয়ে এই অপর ছবির নেপথ্যে কারা রয়েছেন, তা এখনও গভীর অন্ধকারে। কাজের স্বার্থে প্রোডাকশন টিম ছবিটি নিয়ে টুঁ শব্দ করেনি। শুধুমাত্র ছবির মূল চরিত্র পরেশ রাওয়াল জানিয়েছেন, ‘যে যেভাবে খুশি কাজ করুক। আমরাও আসছি নিজেদের কাজ নিয়ে।’

paresh-vivek-n

                                               [জানেন, কীভাবে সেলুলয়েডের মোদি হয়ে উঠলেন বিবেক?]

উমং কুমারের ছবিতে মোদির চরিত্রে বিবেক ওবেরয়কে নির্বাচন অনেককেই বিস্মিত করেছে। সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ছবির পোস্টারটি লঞ্চের পর অনেকেই তাজ্জব। বিবেক ওবেরয়ের লুক নিয়ে ইতিবাচক, নেতিবাচক– সব রকম আলোচনাই শোনা যাচ্ছে। তবে মোদি চরিত্রের জন্য বিবেক ওবেরয়কে বেছে নেওয়ার কারণ হিসেবে প্রযোজক সন্দীপ সিংয়ের বক্তব্য ঠিক পরেশ রাওয়ালের উলটো। তিনি বলছেন, ‘বিবেক ছাড়া অন্য কেউ একাজ করতে পারতেন না। বিবেক অত্যন্ত পরিশ্রমী, কাজ নিয়ে সিরিয়াস৷ ছবিটার জন্য সময় দিতে এককথায় রাজি ছিল৷’ সুতরাং বোঝাই যাচ্ছে, লোকসভার আগে পর্দায় টক্করে নামছেন দুই মোদি৷ তরুণ বিবেক ওবেরয় নাকি অভিজ্ঞ পরেশ রাওয়াল? কে বাজিমাত করেন, সেদিকে সাগ্রহে তাকিয়ে দর্শককুল৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement