সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বলিউডের একাধিক রূপ। একদিকে ছবির প্রচারে গিয়ে ট্রাফিক আইন ভেঙে জরিমানা দিলেন সলমন খানের জামাইবাবু আয়ুষ শর্মা, অন্যদিকে সড়ক সুরক্ষার তাগিদে ‘ট্রাফিক পুলিশ’ হলেন অক্ষয় কুমার। স্বাধীনতা দিবসের অবসরে নিত্যযাত্রীদের নিরাপদ থাকার বার্তা দিলেন বলিউডের খিলাড়ি।
[ইটালিতেই বিয়ে সারছেন রণবীর-দীপিকা, ফাঁস করলেন কবীর বেদী]
সামাজিক বার্তা তাঁর সিনেমায় বারবার উঠে আসে। কখনও ‘টয়লেট: এক প্রেম কথা’-র মাধ্যমে স্বচ্ছ ভারতের জন্য স্লোগান দেন, তো কখনও ‘প্যাডম্যান’ হয়ে স্যানিটারি ন্যাপকিনের মূল্য দেশবাসীকে বোঝান। তবে কেবল সিনেমায় নয়, এবার সরাসরি সরকারের হয়ে সড়ক নিরাপত্তার প্রচারে নেমে পড়েছেন অক্ষয় কুমার। তাও আবার ট্রাফিক পুলিশের সাজে। ‘সড়ক সুরক্ষা, জীবনের রক্ষা’ সরকারের এই স্লোগানই বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরছেন তিনি। মোট তিনটি ভিডিও আপলোড করা হয়েছে। একটি ভিডিওতে সিটবেল্ট ছাড়া প্যাসেঞ্জারকে তাঁর দায়িত্ব মনে করিয়ে দিতে দেখা যাচ্ছে অক্ষয়কে। ট্রাফিক পুলিশের মতো চালানও কেটেছেন তিনি।
Better late than never. Follow traffic rules for your own and others safety, kyunki road kisi ke baap ki nahi hai.
— Akshay Kumar (@akshaykumar)
[‘মেক ইন ইন্ডিয়া’র বার্তা নিয়ে প্রকাশ্যে ‘সুই ধাগা’র ট্রেলার]
অন্য দু’টি ভিডিওতে একটিতে নো এন্ট্রিতে গাড়ি ঢুকিয়ে দেওয়ার পরিণাম বোঝাচ্ছেন আক্কি। আবার হেলমেট ছাড়া স্কুটার চালানোর জন্য যুবককে ধমকেও দিয়েছেন।
It is always better to be safe than sorry. Follow traffic rules for your own and others safety kyunki road kisi ke baap ki nahi hai.
— Akshay Kumar (@akshaykumar)
Follow traffic rules for your own and others safety kyunki road kisi ke baap ki nahi hai.
— Akshay Kumar (@akshaykumar)
এদিকে নিজের ছবি ‘লাভরাত্রি’-র প্রচার করতে গিয়ে হেলমেট ছাড়াই স্কুটার চালিয়ে বসে রয়েছেন সলমন খানের জামাইবাবু আয়ুষ শর্মা। খেসারত তাঁকেও দিতে হয়েছে। হয়েছে জরিমানা।
[শিশুর খোঁজে সাংবাদিক পার্নো, প্রকাশ্যে ‘চুপকথা’র ট্রেলার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.