Advertisement
Advertisement

OMG! ঐশ্বর্যকে ধূর্ত শেয়াল বললেন ক্যাটরিনা!

জগ্গা জাসুসের প্রচারে এসে বিতর্কে।

Aishwarya Rai Bachchan is a fox: Katrina Kaif
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2017 8:57 am
  • Updated:June 19, 2017 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছর ধরে চলেছে ছবির শুটিং। মুক্তি পেতে সময় লেগে গেল চার বছর। অনুরাগ বসুর ছবি জগ্গা জাসুস। ছবির হাত ধরেই প্রেম শুরু হয়ে রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের। তারপর লিভ ইনের পর ব্রেকআপও হয়ে যায়, কিন্তু ছবি আর মুক্তি পায় না। অবশেষে ১৪ জুলাই ধার্য হয়েছে রিলিজ ডেট। আর তার আগে ছবির স্বার্থে আবারও একসঙ্গে হাজির রণবীর-ক্যাটরিনা। শোনা যাচ্ছে, তাঁদের পাশাপাশি এই ছবিতে একটি ক্যামিও রোলে দেখা যাবে শাহরুখ খানকেও। আপাতত ছবির প্রচারে ব্যস্ত এই জুটি। আর সেই প্রচারে এসেই নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন ক্যাটরিনা।

Advertisement

[এই কারণেই নাকি অভিষেকের সঙ্গে সুখী নন ঐশ্বর্য]

সম্প্রতি ক্যাটরিনার ফেসবুক পেজে লাইভ চ্যাটে ছিলেন ক্যাট-রণবীর। ছবি নিয়েই মুলত চলছিল আড্ডা। মজার মুডে ছিলেন দুজনেই। জমিয়ে চলছিল খুনসুটিও। এর মাঝে সবাইকে চমকে দিয়ে ক্যাটরিনা বলে বসেন বলিউডের ধূর্ত শেয়াল ঐশ্বর্য রাই বচ্চন। ক্যাটরিনার এই বক্তব্যে রীতিমতো চমকে যান রণবীর। শেষে ঐশ্বর্যের বিপরীতেই দেখা গিয়েছিল রণবীরকে। তবে এব্যাপারে রণবীর কিছু মন্তব্য করেননি। তবে এর সূত্রপাত তাঁর হাত ধরেই। রণবীরই ক্যাটরিনাকে জিজ্ঞেস করেন যে, বলিউডের কোন সেলিব্রিটিকে আমরা কোন পশুর সঙ্গে তুলনা করতে পারি। এরই মাঝে যখন রণবীর প্রশ্ন করেন, বলিউডের শেয়াল কে? তার উত্তরে ক্যাট বলেন, ঐশ্বর্য। তবে কেন ঐশ্বর্যকে শেয়াল বললেন ক্যাট, তার ব্যাখা দেননি। পাশাপাশি এদিনের লাইভ চ্যাটে তাঁদের জিজ্ঞেস করা হয়, ছবির শুটিংয়ে সবচেয়ে কঠিন কি ছিল তাঁদের কাছে। রণবীর জানান তাঁর কাছে সবচেয়ে কঠিন ছিল এই ছবির সময়কাল। টানা তিন বছর ধরে হয়েছে ছবির শুটিং। তারপর চারবছর মুক্তির অপেক্ষায়। এতটা সময় ধরে চরিত্রকে ধরে রাখা বেশ কঠিন ছিল তাঁর কাছে। অন্যদিকে ক্যাট জানান, রণবীরের সঙ্গে শুটিং করাই ছিল তাঁর কাছে কঠিন বিষয়। তবে শোনা যাচ্ছে এটাই তাঁদের জুটিতে প্রথম ও শেষ ছবি। এরপর নাকি আর একসঙ্গে অভিনয় করতে চান না ক্যাট-রণবীর। তাহলে কি ব্যক্তিগত সম্পর্কের জেরেই তাঁদের এই সিদ্ধান্ত? আপাতত জগ্গা জাসুসের মুক্তির অপেক্ষায় দিন গুনছে সিনেপ্রেমীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement