Advertisement
Advertisement

১১ কেজি ওজন কমিয়ে নয়া লুকে তাক লাগালেন মাধবন

ম্যাডির এই ঝলক দেখলে অনেকেই বলতে পারেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’।

After Losing 11 Kgs R Madhavan Looks Totally fabulous
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2017 9:42 am
  • Updated:June 30, 2017 10:24 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স খুব শিগগিরিই পঞ্চাশের মাইলস্টোন ছুঁয়ে ফেলবে। মুখে ঠাই পেয়েছে কাঁচা-পাকা দাড়ি। কিন্তু চোখ দু’টো যেন এখনও বলে ওঠে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। টেলিভিশন থেকে বলিউডের পর্দায় উঠে আসা সেই ছেলেটার কথা মনে পড়লে আজও আর মাধবন নামের নস্টালজিয়ায় ভোগেন সিনেপ্রেমীরা। সেই ‘ম্যাডি’র ঝলকই সম্প্রতি মিলল ইনস্টাগ্রামে।

Advertisement

 

সদ্য স্নান সেরেই নিজের এই ফ্রেশ লুকের ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করেছেন ম্যাডি। যা বেশ পছন্দ হয়েছে নেটদুনিয়ার বাসিন্দাদের। ইতিমধ্যেই প্রায় লাখ খানেক লাইক পেয়ে গিয়েছেন বলিউডের চকোলেট বয়। পড়ে গিয়েছে অজস্র কমেন্ট। আর তার বেশিরভাগই মহিলাদের।

[“পার্টিশান ১৯৪৭”-এর কাহিনিতে নয়া অবতারে হুমা কুরেশি]

চকোলেট বয় হিসেবে বলিউডে সাফল্য পেলেও এই ট্যাগ ম্যাডির একেবারেই পছন্দ ছিল না। কারণ অভিনেতা হিসেবেই স্বীকৃতি চেয়েছিলেন তিনি। তাই কিছুদিন আগেও দর্শকদের সামনে এসেছিলেন নিজের ‘খড়ুস’ অবতার নিয়ে। ‘সালা খড়ুস’ ছবিতে প্রাক্তন বক্সার তথা বক্সিং কোচের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বেশ ওজন বাড়িয়েছিলেন মাধবন। সেই বাড়তি ওজন নিয়েই অভিনয় করেছেন তামিল ছবি ‘বিক্রম বেদা’য়। যেখানে কিউট নয়, বরং ‘দাবাং’ এনকাউন্টার স্পেশ্যালিট হিসেবে দেখা যাবে তাঁকে। বন্ধুর ছবির ট্রেলার কিছুদিন আগেই টুইটারে শেয়ার করেছিলেন কিং খান স্বয়ং।

কিন্তু শুটিং সেরেই নাকি ফের জিমে যেতে শুরু করেছিলেন ম্যাডি। নিজের স্বাভাবিক ওজন ফিরে পেতে চেয়েছিলেন তিনি। আর তা করতে গিয়ে প্রায় ১১ কেজি কমিয়েও ফেলেছেন অভিনেতা। ম্যাডির ফ্যানদের যে খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, তা এই ছবিগুলি দেখলেই বোঝা যাবে।

A post shared by R. Madhavan (@actormaddy) on

A post shared by R. Madhavan (@actormaddy) on

[ছবির প্রচার ছেড়ে লন্ডনে কী করছেন অক্ষয়?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস