Advertisement
Advertisement
Book

অডিও বুকের জমানায় বই পিছনে? গ্রন্থপ্রেম ম্লান কেন?

আজ আর কেন বইকে আমরা আর প্রিয় উপহার সামগ্রী ভাবতে পারি না?

Are books falling behind due to audio books
Published by: Kishore Ghosh
  • Posted:September 8, 2025 12:11 am
  • Updated:September 8, 2025 12:11 am  

বাঙালি কি আর তেমন আনন্দ পায় বই উপহার পেলে? অডিও বুকের জমানায় তার কৌলীন‌্য কি খানিক ম্লান?

Advertisement

সম্প্রতি, ‘বই উপহার’ শীর্ষক খবরে প্রকাশ, পাহাড়ি গ্রামের শিশুদের বই উপহার দিয়ে আসেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের একজন প্রাক্তন কর্মী। এই ‘খবর’ বহু বাঙালিকে ফিরিয়ে নিয়ে যাবে সেই সাংস্কৃতিক নস্টালজিয়া ও মনকেমনে-যখন বাঙালি বিয়ে, জন্মদিন বা যে কোনও উদ্‌যাপনের উৎসবে বই উপহার দিত। বাঙালি সংস্কৃতি থেকে কিন্তু বই উপহার ডোডো পাখির মতো অদৃশ্য, উধাও। কেন এমন হল? শুনছি, বইয়ের বাজার বা বাণিজ্য ভালোই চলছে। বাংলা বইয়ের দিকে তাকালে বিষয়ের প্রসার, চর্চা এবং নতুনত্ব আমাদের চমকে দেয়। ৫০-৬০ বছর আগেও বাংলা বই এসব বিষয়, চর্চা এবং গবেষণার নাগাল পায়নি। বিদেশি বইয়ের রমরমাও বেড়েছে, নিঃসন্দেহে। এবং তৈরি হয়েছে বইয়ের নেট-বাজার। অর্থাৎ বইবাণিজ্যে চালু হয়েছে বিদ্যুৎদ্রুতি। ফোনপে-র মাধ্যমে আন্তর্জাতিক বইবাজার থেকে আমরা পছন্দের বই কিনতে পারছি। কিন্তু একটা প্রশ্ন তবু মনের মধ্যে খচখচ করে। এই কলকাতায় গজিয়ে উঠেছে ছবির মতো সব গ্রন্থবিপণি। তারা কি গ্রন্থচর্চা, বইপ্রেম, পাঠসংস্কৃতির একটা সাজানো সারবত্তাহীন কসমেটিক রূপ? তা না হলে, বইকে আমরা আর প্রিয় উপহার-সামগ্রী ভাবতে পারি না কেন?

কেন এমন বাঙালির অভাব নেই আমাদের মধ্যে, যারা বই উপহার পেলে ভাবে, বাড়িতে তিন-চারখানা বই তো আছে, আবার একটা বই! কিংবা, এমন বাঙালিরও অভাব নেই আমাদের মধ্যে, যাদের চোখে এবং ভাবনায় বইয়ের তেমন ইজ্জত নেই। বই উপহার দেওয়া মানে, ‘সস্তায় সারা’! সোজাকথায়, বাঙালির উৎসব, উদ্‌যাপন, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি-তে বই গরিবের উপহার, যার ভাগ্যে জোটে ম্লান গ্রহণের তাচ্ছিল্য! বাঙালি শিশু বইকে ভালবাসতে শিখত মা-বাবার কাছ থেকে জন্মদিনে কিংবা পরীক্ষায় ভাল রেজাল্ট করে বই উপহার পেয়ে। একটা বয়সের পরে বাঙালি শিশু উপহার মানে খেলনা বুঝত না। বুঝত তার প্রিয় বই বা প্রিয় লেখকের নতুন বই– এইভাবেই তো তার বইচোখ ফুটত!

সেদিন হয়েছে বাসি! ক’জন বাবা-মা ছেলেমেয়েকে বই উপহার দেন? বাঙালি শৈশব, কৈশোর, যৌবন আর কি তেমন আনন্দ পায় বই উপহারে? সেলফোনেই তো বোতাম টিপলে চলে আসে পছন্দের বই। বোরিং লাগলে মুহূর্তে চলে যাওয়া যায় সেলফোনেরই বুকে কতরকমের উপভোগে। বই উপহার পেলেই যেন নব্য বাঙালির মনটা নেতিয়ে পড়ে। আনন্দ, উত্তেজনা মিইয়ে দেয় উপহারের বাহারি প্যাকেটে বই। আর যদি কোনও আক্কেলহীন বইয়ের প্যাকেট খুললে ফ্যালফ্যাল করে ছাপার অক্ষরে তাকায় বাংলা বই-বন্ধুদের সামনে ইজ্জত ঢিলে! যে শহরের পুস্তকমেলায় ভিড় করে লক্ষ লক্ষ বাঙালি, তাদের ক’জন উপহার হিসাবে পাওয়া বাংলা বইকে সত্যিই দিতে পারে প্রাপ্তির আনন্দ ও আদর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement