সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই করোনা (Corona Virus) থাবা বসিয়েছে খোদ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) শরীরে। রেহাই পাননি বিগ-বি পুত্রও। এবার সেই প্রসঙ্গেই বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “অনেক সেলিব্রিটিই একসময় করোনা নিয়ে এসেছেন।” পাশাপাশি, অমিতাভ বচ্চনের সুস্থতাও কামনা করেন তিনি।
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গিয়েছিলেন ইকো পার্কে। এদিন সেখান থেকেই একাধিক ইস্যুতে তৃণমূলকে বেঁধেন বিজেপির রাজ্য সভাপতি। আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন। এরপরই অমিতাভ বচ্চনের অসুস্থতা প্রসঙ্গে গোটা বিনোদন জগৎকে দায়ী করেন তিনি। বলেন, “অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথম দিকে অনেক সেলিব্রিটিই নিয়ে এসেছেন করোনা। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে। ওনার সুস্থতা কামনা করি।” দিলীপ ঘোষের এই মন্তব্য ভালভাবে নেননি অনেকেই।
প্রসঙ্গত, শনিবার রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানান যে, তিনি করোনা আক্রান্ত। এদিনই তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। পরবর্তীতে অভিষেক বচ্চনের শরীরেও অস্বিত্ব মেলে মারণ ভাইরাসের। রবিবার সকালে জানা গিয়েছে, করোনা আক্রান্ত অভিনেতা অনুপম খেরের মা, ভাই-সহ পরিবারের ৪ সদস্য।
T 3590 -I have tested CoviD positive .. shifted to Hospital .. hospital informing authorities .. family and staff undergone tests , results awaited ..
All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested !— Amitabh Bachchan (@SrBachchan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.