Advertisement
Advertisement

করোনা পরীক্ষা করালেন মিমি! ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সচেতনতার বার্তা অভিনেত্রীর

ভিডিওয় স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন অভিনেত্রী।

Actress Mimi Chakraborty shares video of her movie to Corona awareness
Published by: Bishakha Pal
  • Posted:March 27, 2020 6:34 pm
  • Updated:March 27, 2020 8:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর ঘরবন্দি থাকা অবস্থাতেই করোনার বিরুদ্ধে সচেতনতা প্রচার চালাচ্ছেন অভিনেত্রী। বুধবার অনুরাগীদের হার্বাল চা বানানো শিখিয়েছিলেন তিনি। আর তার দু’দিন পর, শুক্রবার পোস্ট করলেন নিজের ছবি ‘বোঝেনা সে বোঝেনা’র একটি ভিডিও। তবে সেই ভিডিওতে একটু বদল ঘটিয়েছেন অভিনেত্রী। কোয়ারেন্টাইন ও করোনা নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন ভিডিওয়।

Advertisement

ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। মিমি ও সোহম অভিনীত ‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে মিমি সোহমের রক্ত পরীক্ষা করাবে। সেই দৃশ্যটিকেই করোনা সচেতনায় প্রচার হিসেবে ব্যবহার করেন অভিনেত্রী। সেখানে দেখানো হয়েছিল সোহমের এচআইভি পরীক্ষা করিয়েছেন মিমি। সেই এইচআইভি এখানে হয়ে গিয়েছে করোনা। অর্থাৎ ‘HIV টেস্টের রিপোর্ট’ হয়ে গিয়েছে ‘COVID-19 টেস্টের রিপোর্ট’। আর বিখ্যাত সংলাপ ‘তোমার এইডস আছে কিনা, সেটা টেস্ট করিয়েছিলেম’ হয়ে গিয়েছে ‘তোমার করোনা আছে কিনা, সেটা টেস্ট করিয়েছিলাম’। এখানেই শেষ নয়। ভিডিওয় আরও একটু সংযোজন করেছেন মিমি। যদিও সেটিও সিনেমারই একটি দৃশ্য। কিন্তু এখানেও বদলে গিয়েছে সংলাপ। বলা হয়েছে, ‘সরকারের দেওয়া সব নিয়ম মেনে যদি ক’দিন বাড়িতে থাকতে পারো, তবেই আমার সাথে প্রেম কোরো। আর যদি না পারো, চললাম বস।’

bojhena se bojhena

[ আরও পড়ুন: লকডাউনের মাঝেও সচেতনতা অবলম্বন করে রাস্তার কুকুরদের খাওয়ালেন শ্রীলেখা মিত্র ]

মিমির এই ভিডিও ইনস্টাগ্রামে আসার পর থেকেই অনুরাগীদের লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সবারই অভিনেত্রীর এই মজায় মোড়া সচেতনতার ভিডিওটি বেশ পছন্দ হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@mimichakraborty) on

এর আগেও মিমি করোনা সচেতনতায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওয় তিনি বলেছিলেন, যাঁরা এই পরিস্থিতিতেও ঘরের বাইরে বেরোচ্ছেন বা ভিড় এলাকায় যাচ্ছেন, তাঁরা অবশ্যই মাস্ক পরুন। চেষ্টা করবেন খুব জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে না বেরোতে। যে স্যানিটাইজা তাঁরা দিয়েছেন, তা যেন মাস্ক ব্যবহার করেন। খাবার পরিবেশনের আগে ও খাবার খাওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার আবেদনও করেন মিমি। যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ধারকাছেও ঘেঁষবে না। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এক্ষেত্রে সমস্ত রকম সমযোগিতার জন্য তৈরি বলে জানান মিমি।

[ আরও পড়ুন: মারণাস্ত্র করোনা! ২ বছর আগে ইঙ্গিত দিয়েছিল কোরিয়ান সিরিজ ‘মাই সিক্রেট টেরিয়াস’ ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ