সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে দেশে প্রাথমিক ও মাধ্যমিক সরকারি স্কুলগুলিতে (Government schools) শূন্যপদ রয়েছে ৮ লক্ষ ৪০ হাজার। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিল শিক্ষা মন্ত্রক। প্রসঙ্গত, গত মার্চে সরকারের তরফে জানানো হয়েছিল সব মিলিয়ে ৯ লক্ষ ৮০ হাজার শূন্যপদ রয়েছে দেশের স্কুলগুলিতে। নয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে এক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।
শিক্ষা মন্ত্রকের (Education Ministry) তরফে জানানো হয়েছে, প্রাথমিক স্তরে ৭ লক্ষ ২০ হাজার ও মাধ্যমিক স্তরে ১ লক্ষ ২০ হাজার শূন্যপদ রয়েছে। আর এই সংখ্যার অর্ধেকের বেশি রয়েছে বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে। গত মার্চেই কেন্দ্র জানিয়েছিল প্রাথমিক স্তরে ৭ লক্ষ ৪০ হাজার ও মাধ্যমিক স্তরে ১ লক্ষ ৬০ হাজার শূন্যপদ রয়েছে। উচ্চমাধ্যমিক স্তরে শূন্যপদ প্রায় ৯২ হাজার। বর্তমান পরিসংখ্যান থেকে পরিষ্কার, গত কয়েক মাসে ৬০ হাজার নিয়োগ হয়েছে। কিন্তু এখনও রয়ে গিয়েছে বহু শূন্যপদই।
তবে পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে একটিও শূন্যপদ নেই। রাজ্যগুলি হল গোয়া, কেরল, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা। অন্যদিকে পাঁচটি রাজ্য রয়েছে, যেখানে মাধ্যমিক বিদ্যালয়ে কোনও শূন্যপদ নেই। রাজ্যগুলি হল কেরল, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা ও সিকিম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.