Advertisement
Advertisement
Jobs in North Dum Dum Municipality

Govt Jobs 2021: অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের শর্ত

আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

North Dum Dum Municipality inviting application for group D post । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 2, 2021 4:37 pm
  • Updated:October 2, 2021 4:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ দমদম পুরসভা (North Dum Dum Municipality)। আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

কোন বিভাগে কত শূন্যপদ
মজদুর: ৩৭
পিওন:
হেল্পার:
অ্যাম্বুল্যান্স অ্যাটেনডেন্ট:
জিডিএ:

শিক্ষাগত যোগ্যতা:
১. অষ্টম শ্রেণি পাশ হলেই উপরোক্ত পদগুলিতে আবেদন করতে পারেন।
২. বাংলা অথবা নেপালি ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলার দক্ষতা থাকা আবশ্যক।

[আরও পড়ুন: মোটা বেতনের চাকরির সুযোগ স্টেট ব্যাংকে, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট ঠিকানায় ওই আবেদনপত্র পাঠাতে হবে।

ঠিকানাটি হল:
দ্য চেয়ারপার্সন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, উত্তর দমদম পুরসভা, ১৬৩, এমবি রোড, বিরাটি, কলকাতা: ৭০০০৫১।

আবেদনপত্র পাঠানোর শেষ দিন:
৩০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য এই ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে ফের স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ