সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (আইইএম) এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম) গ্রুপ যৌথভাবে ডঃ সত্যজিৎ চক্রবর্তী ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন (SCNTSE-2025)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে। ১৭ অক্টোবর কলকাতার আইইএম ম্যানেজমেন্ট হাউস অডিটোরিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০ জন ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল। প্রথমে এমসিকিউ পরীক্ষা, এরপর সাবজেক্টিভ লিখিত পরীক্ষা এবং শেষে প্রজেক্ট ও ভাইভা সেশন—এই তিন ধাপে প্রতিযোগিতায় হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। সব ধাপ পেরিয়ে সেরা ১০ জন (পাঁচ জন ছেলে ও পাঁচ জন মেয়ে) নির্বাচিত হন।
সেরা ১০ জন বিজয়ীর প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার স্কলারশিপ এবং ‘সার্টিফিকেট অফ এক্সেলেন্স’ প্রদান করা হয়। ড. সত্যজিৎ চক্রবর্তী উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য এই উদ্যোগ চালু করেছিলেন। ড. সত্যজিৎ চক্রবর্তী হলেন IEM-UEM গ্রুপের প্রতিষ্ঠাতা। পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের রূপকার। তাঁর অবদান পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষাকে নতুন পথ দেখিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইএম-ইউইএম গ্রুপের প্রেসিডেন্ট অধ্যাপিকা বনানী চক্রবর্তী, ডিরেক্টর অধ্যাপক ডঃ সত্যজিৎ চক্রবর্তী, ইউইএম কলকাতার উপাচার্য অধ্যাপক ডঃ সজল দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদগণ। গ্রুপের ডিরেক্টর ডঃ সত্যজিৎ চক্রবর্তী বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারিদের আমরা খুঁজে বের করি।”
সেরা ১০ জন বিজয়ীর তালিকায় রয়েছেন নিহাল গাজি, অনুভব নাগ, অনুষ্কা বসাক, আর্চিস্মন রায়, সৌমিক রয়, স্বপ্ননীল চৌধুরী, সায়নী বসু, প্রেরণা চৌধুরী, শ্রীজয়ী মিশ্র এবং অত্রিকা বসু। অত্যাধুনিক প্রযুক্তি ও একশো শতাংশ প্লেসমেন্ট রেকর্ডের মাধ্যমে আইইএম-ইউইএম গ্রুপ দেশের শিক্ষাক্ষেত্রে নিজেদের অগ্রণী ভূমিকা বজায় রেখে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.