Advertisement
Advertisement
Reserve bank of india

আপনি স্নাতক পাশ? চাকরির সুযোগ রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়

কীভাবে আবেদন করবেন?

apply online for 120 posts of Reserve bank of india, here is details
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 17, 2025 7:09 pm
  • Updated:September 17, 2025 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির স্বপ্ন দেখেন? সেভাবেই তৈরি করেছেন নিজেকে? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। মোট ১২০ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আরবিআই। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? খুঁটিনাটি জেনে আবেদন করে ফেলুন এখনই।

Advertisement

মোট শূন্যপদ- ১২০

পদ
১. অফিসার গ্রেড বি (DR)-জেনারেল -৮৩
২. অফিসার গ্রেড বি (DR)- DEPR- ১৭
৩. অফিসার গ্রেড বি (DR)- DSIM- ২০

আবেদনের যোগ্যতা

১. অফিসার গ্রেড বি (DR)-জেনারেল – স্নাতক উত্তীর্ণ হতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। তফশিলি জাতি, উপজাতির প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবেন।

২. অফিসার গ্রেড বি (DR)- DEPR- অর্থনীতি, ফিনান্স বা কোয়ান্টিটেটিভ ইকোনমিক্সে স্নাতকোত্তর উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।

৩. অফিসার গ্রেড বি (DR)- DSIM- স্যাটিস্টিক্স, গণিত বা অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স-এ স্নাতকোত্তর উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি- প্রথমে RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। চলে যান, ‘Oppotunities’ অপশনে। সেখানে নিজের মেল ও মোবাইল নম্বর রেজিস্টার করুন। এরপর আবেদনপত্র পূরণ করুন। নথির স্ক্যান করা কপি আপলোড করুন। আবেদন মূল্য জমা দিন।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের ফি বাবদ জমা দিতে হবে ৮৫০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জমা দিতে হবে ১০০ টাকা।

নিয়োগের পদ্ধতি – প্রথমে অনলাইনে পরীক্ষা হবে। তাতে পাশ করলে লিখিত পরীক্ষা হবে। দু’দফায় পাশ করলে ইন্টারভিউ হবে।

আবেদনের শেষ তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement