সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শ্লীলতাহানির শিকার জনপ্রিয় ইউটিউবার মন্টি রায় (Monti Roy)। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা জানিয়েছেন মন্টি।
বিষয়টা ঠিক কী? ফেসবুক লাইভে ইউটিউবার মন্টি রায় জানিয়েছেন, সোদপুরের ধানকল মোড়ের কাছে গুরুনানক কলেজ সংলগ্ন এলাকায় প্রেমিক ও এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি। অনেকক্ষণ ধরে এক মদ্যপ যুবক তাঁকে দেখছিলেন। আচমকা ওই যুবক মন্টির কাছে এসে আপত্তিকরভাবে তাঁকে স্পর্শ করে ছবি তোলার চেষ্টা করে। বাধা দেন মন্টির প্রেমিক ঋজু। সঙ্গে সঙ্গে মদ্যপ আরও কয়েকজন যুবক সেখানে জড়ো হয়ে যায়। ধাক্কা দেওয়া হয় ঋজুকে। প্রতিবাদ করেন মন্টি। সেই সময় ইউটিউবারকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। মন্টিদের খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার রাতে এই ঘটনার প্রতিবাদে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্টি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, শুধু মন্টি রায় নন, এক অভিযুক্তও সেদিনের ঘটনার ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.