অরূপ বসাক, মালবাজার: কথায় আছে. ‘উপরওয়ালা যাব ভি দেতা, দেতা ফার কে’। বাস্তবে সেই প্রবাদই যেন সত্যি হয়ে গেল। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মালবাজারের এক যুবক। তাও আবার হোয়াটসঅ্যাপে লটারির টিকিট কেটে।
মালবাজার মহকুমার নাগরাকাটার খাসবস্তির বাসিন্দা ওমপ্রকাশ প্রসাদ। খাসবস্তিতে বাড়ি হলেও কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন। এদিকে নাগরাকাটার লাইন হোটেলের কাছেই রাস্তার পাশে মহম্মদ সামসের আলমের লটারি দোকান রয়েছে। এতদিন সেখান থেকেই বরাবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে লটারি টিকিট কাটতেন। অনলাইনেই টাকা মেটাতেন তিনি।
একইভাবে রবিবার ওমপ্রকাশবাবু ১২০ টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিলেন। সেই টিকিট মিলিয়ে দেখেন ১ কোটি টাকা জিতে গিয়েছেন তিনি। এই খবর জানতে পেরেই ওমপ্রকাশবাবু দিল্লি থেকে ছুটে আসেন মালবাজারে। ১২০ টাকার টিকিট কেটে এক কোটি টাকা পেয়ে তিনি বেজায় খুশি হয়েছেন। কিছু টাকা সাংসারে জন্য খরচ করে বাকি টাকা সামাজিক কাজে বিনিয়োগ করতে চান ওমপ্রকাশবাবু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.