Advertisement
Advertisement

পাওনা টাকা চাইতেই বন্ধুর কানে কামড় যুবকের!

মাত্র ১৫০ টাকার জন্য প্রাণঘাতী হামলা!

Youth bites friend's ear in Bongaon
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 13, 2018 3:47 pm
  • Updated:November 13, 2018 3:47 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: একে অপরকে টাকা ধার দিয়েছিলেন দুই বন্ধু। কিন্তু সেই ধার মিটিয়ে নিজের পাওনা টাকা চাইতেই বন্ধুর কানে কামড় বসিয়ে দিল এক যুবক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বনগাঁয়। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত। অভিযুক্ত এখনও অধরা।

Advertisement

[আইআইটিতে ভরতির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, অভিযুক্তকে গণধোলাই জনতার]

বনগাঁ শহরের সুভাষ পল্লিতে থাকেন চন্দন বিশ্বাস ও অলোক পালিত। তাঁরা একের অপরের বন্ধু। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিন কয়েক আগে অলোকের কাছ থেকে দুশো টাকা ধার নিয়েছিলেন চন্দন। রবিবার হাতে দুশো টাকা দিয়ে স্ত্রী মৌসুমীকে অলোকের বাড়িতে পাঠান তিনি। স্ত্রীকে বলেন, অলোককে যেন টাকাটা দিয়ে দেন তিনি। শুধু তাই নয়, চন্দন তাঁর স্ত্রীকে জানান, অলোককে দেড়শো টাকা ধার দিয়েছিলেন কয়েক মাস আগে। সেই টাকা যেন চেয়ে নেন তিনি। সেইমতো স্বামীর বন্ধুর বাড়িতে যান মৌসুমী।

তাঁর অভিযোগ, টাকা ফেরতের পর যখন অলোকের কাছে স্বামীর পাওনা টাকা চান, তখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে অলোক। রীতিমতো অপমানিত হয়ে বাড়ি ফেরেন মৌসুমী। বন্ধুর দুর্ব্যবহারের কথা স্বামীকে জানান তিনি। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে অলোকের বাড়িতে যান চন্দন। প্রথমে বচসা, তাঁর দুই বন্ধুর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। চন্দনের ডান কানে অলোক কামড় বসিয়ে দেয় বলে অভিযোগ। ওই যুবকের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় চন্দন বিশ্বাসকে ভরতি করা হয় বনগাঁ হাসপাতালে। চিকিৎসার পর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বনগাঁ থানায় অভিযুক্ত অলোক পালিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চন্দন বিশ্বাস। তদন্তে পুলিশ।

মিড ডে মিলের শাক-সবজির চাহিদা মেটাতে স্কুলের ছাদেই ‘কিচেন গার্ডেন’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement