Advertisement
Advertisement
Alipurduar

বিকৃত মানসিকতা! মহিলাদের অন্তর্বাস ‘চুরি’, আলিপুরদুয়ারে হাতেনাতে পাকড়াও গুণধর

পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

Youth arrested in Alipurduar for 'stealing' women's underwear

পাকড়াও করা হয়েছে ওই যুবককে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 11, 2025 6:55 pm
  • Updated:April 11, 2025 6:55 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: বেশ কয়েক দিন ধরে গৃহস্থদের বাড়ির মহিলাদের অন্তর্বাস খোয়া যাচ্ছিল বলে অভিযোগ। ন্যক্কারজনক ঘটনা কে ঘটাচ্ছে, তাই নিয়ে এলাকায় চাঞ্চল্যও ছড়ায়। শেষপর্যন্ত এক বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক এই কাণ্ড ঘটাচ্ছে। বাইকে করে এসে এক যুবক ওই পাড়ায় হানা দিচ্ছে। বাড়ির ভিতরে দড়িতে মেলা অন্তর্বাস নিয়ে সে চম্পট দিচ্ছে। ঘটনা নিয়ে শুরু হয় চাপানউতোড়। শেষপর্যন্ত ওই যুবককে হাতেনাতে পাকড়াও করা হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের ১৬ নম্বর ওয়ার্ডে।

Advertisement

আজব কাণ্ড আলিপুরদুয়ার শহরে! মহিলাদের অন্তর্বাস চুরির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকদিন থেকেই মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনা ঘটে আসছে। কীভাবে চুরি হচ্ছে, বুঝতে পারছিলেন না এলাকার বাসিন্দারা। এরপর এক স্থানীয় বাসিন্দা সিসিটিভিতে দেখেন এক যুবক বাইকে চেপে এসে, অন্তর্বাস নিয়ে চলে যাচ্ছে। এমন ঘটনা দেখে তিনি রীতিমতো তাজ্জব হয়ে যান তিনি। প্রতিবেশীরাও বিষয়টি জানতে পারেন। এলাকার বাসিন্দারাও তক্কে তক্কে ছিলেন তারপর থেকে।

বৃহস্পতিবার বেশি রাতে ওই যুবক ফের রাতে হানা দিয়েছিল ওই এলাকায়। বাইক ও একই জামা দেখে সন্দেহ হয় এক স্থানীয় বাসিন্দারাই। গলির মধ্যে বাইক রেখে ওই যুবক ফের একটি বাড়িতে হানা দিয়েছিল। তখনই বাসিন্দারা তাকে তাড়া করে ধরে ফেলেন। শুধু তাই নয়, ওই যুবককে পাকড়াও করে এরপর ল্যাম্পপোস্টে বেঁধে কয়েক ঘা দেওয়াও হয় বলে অভিযোগ। এরপর আলিপুরদুয়ার থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে বলে খবর। ওই ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল বলেন, “ঠিক কী কারণে ওই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, সেটা বোঝা সম্ভব হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”

ঘটনায় এলাকার নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই যুবক বিকৃত মানসিকতার। সেই কারণেই সে এমন কাজ করছিল। এমন কথাও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ