ঘেরা হচ্ছে অকুস্থল। নিজস্ব চিত্র
শংকরকুমার রায়, রায়গঞ্জ: চা বাগান থেকে উদ্ধার হল এক মহিলার হাত-পা বাঁধা, গলায় ফাঁস লাগানো মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার একটি চা বাগানে। ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম কল্পনা টোপো।
চোপড়া থানার মাঝিয়ালি পঞ্চায়েত এলাকায় ওই চা বাগান রয়েছে। কল্পনা টোপোর বাড়ি এলাকারই কাঁচাকালী গ্রামে। এদিন ভোরবেলা থেকে নিখোঁজ ছিলেন তিনি। মৃতার বড় ছেলে আকাশ জানিয়েছেন, আগে ওই চা বাগানেই কাজ করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই বাগানের চা শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়েছিলেন। দেখা যায়, ওই বাগানের মধ্যেই ওই বছর ৪০ বয়সী কল্পনার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতার হাত-পা বাঁধা ছিল। গলায় ফাঁস দেওয়া ছিল। ওই দৃশ্য দেখেই আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে।
খবর দেওয়া হয় চোপড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। চোপড়া থানার আইসি সুরজ থাপা জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব কিছু পরিষ্কার হবে। টাকাপয়সা নিয়ে বিবাদের জের, নাকি পরকীয়ায় জড়িয়ে এই ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। মৃতদেহ উদ্ধারের পর এদিন আর কোনও শ্রমিক কাজে যোগ দেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.